Rahul Dev Bose: আমার পার্টনার বলে, আমি নাকি রোম্যান্টিক কম মাঝেমধ্যেই বেশি সিরিয়াস হয়ে যাই: রাহুল দেব বোস

Web Series Khanikta Premer Moto: রাহুল মুখোপাধ্যায়ের নির্দশনায় ও রাহুল দেব বসুর অভিনয়ে আসছে নতুন সিরিজ খানিকটা প্রেমের মতো। নিজের চরিত্র নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আলাপচারিতায় অভিনেতা।

Web Series Khanikta Premer Moto: রাহুল মুখোপাধ্যায়ের নির্দশনায় ও রাহুল দেব বসুর অভিনয়ে আসছে নতুন সিরিজ খানিকটা প্রেমের মতো। নিজের চরিত্র নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আলাপচারিতায় অভিনেতা।

author-image
Kasturi Kundu
New Update
495192254_18481102390067632_2511017686044968316_n

রোম্যান্টিক রাহুল...

Rahul Dev Bose-khanikta premer moto:পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নির্দেশনায় এবার ক্যামেরার সামনে অভিনেতা রাহুল দেব বোস। সৌজন্যে নতুন সিরিজ 'খানিকটা প্রেমের মতো'। প্রথমবার দুই রাহুলের যুগলবন্দিতে তৈরি হচ্ছে রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। যেখানে খলনায়কের মুখোশ ছেড়ে একেবারে আদ্যোপান্ত রোম্যান্টিক নায়ক হিসেবে ধরা দেবেন অভিনেতা রাহুল দেব বোস। সফর সঙ্গী কবীর সিং-এর তামিল ভার্শনের নায়িকা মেঘা চৌধুরী। নতুন সিরিজের নাম 'খানিকটা প্রেমের মতো'। রোম্যান্টিক কমেডি সিরিজের প্রথমভাগের শুটিং শেষ। পাহাড়ের কোলে জমে উঠেছিল হাসি-রোম্যান্সের মোড়কে রাহুল-মেঘার সম্পর্কের সমীকরণ। শীঘ্রই শুরু হবে পরবর্তী অংশের শুটিং। তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে নিজের চরিত্র নিয়ে কথা বললেন রাহুল। 

Advertisment

ছোট পর্দার দর্শকের দরবারে বেশিরভাগ সময়ই রাহুল দেব বোস খলনায়ক হিসেবে ধরা দেন। নতুন সিরিজে কেমন চরিত্রে দেখা যাবে?

এটি একটি রমকম সিরিজ। তাই আমার চরিত্রে রোম্যান্সের ছোঁয়া থাকবে সেটা তো বলাইবাহুল্য। আগে দর্শক আমাকে সত্যিই এইরকম চরিত্রে কখনও দেখেনি। আমাকে খল চরিত্রেই দর্শক বেশি দেখেছে। তবে নতুন সিরিজ দেখলে দর্শক বুঝবে আমি অন্য ধরনের চরিত্রেও হয়ত সমান পারদর্শী।

একঘেয়ে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে কখনও টাইপ কাস্টের শিকার মনে হয়েছে?

Advertisment

টাইপ কাস্ট শব্দটা একটু জটিল। আসলে একজন অভিনেতা-অভিনেত্রীকে দর্শক যেভাবে বেশি গ্রহণ করে তার উপর ভিত্তি করেই পরবর্তী কাজের প্রস্তাব আসে। যাঁরা চিত্রনাট্য লেখেন তাঁরাও অনেকটা সহজে ভিজ্যুয়ালাইজ করতে পারেন। আমি কেরিয়ার শুরু করেছিলাম পরপর দুটি খল চরিত্র দিয়েই। সেই দুটি সফল হয়েছিল। তারপর আমি বিভিন্ন সময়ে এই চরিত্রের জন্য কাজের প্রস্তাব পেয়েছি। তবে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছি যে আমি বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন শিল্পী। শুধু খল চরিত্রই নই, সবরকমের চরিত্রেই সাবলীল। একটা সময়ের পর সিদ্ধান্ত নিয়েছিলাম নেতিবাচক চরিত্রে আর অভিনয় করব না। 

'খানিকটা প্রেমের মতো' আরও একবার সেই স্টিরিওটাইপকে ভেঙে দেওয়ার সুযোগ করে দিল?

হ্যাঁ, তা বললে খুব একটা ভুল বলা হবে না। সম্প্রতি আমি বিভিন্ন রকমের কাজ করেছি। 'খাকি দ্য বঙ্গল চ্যাপ্টার' বা 'দুগ্গামণি ও বাঘমামা' সিরিয়ালে তো দর্শক আমাকে একদম অন্যভাবেই দেখেছে। নতুন সিরিজ 'খানিকটা প্রেমের মতো'-তে রোম্যান্টিক নায়ক হিসেবে আরও একবার ছকভাঙা চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। 

খাকিতে চিত্রাঙ্গদা সিং খানিকটা প্রেমের মতো-তে মেঘা চক্রবর্তীর মতো নায়িকাদের সঙ্গে কাজের সুযোগ। টলিউডে থেকে এটা বাড়তি পাওনা?

যে কোন অভিনেতা বা অভিনেত্রীদের লক্ষ্য থাকে তাঁরা বিভিন্ন ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করবে। আমার বিপরীতে যে নায়িকারা জুটি বাঁধছেন তাঁদের প্রত্যেকেরই স্টাইল আলাদা, প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখার সুযোগ পাচ্ছি। এটা আমি বেশ এনজয় করছি। 

প্রথম শিডিউলের শুটিং শেষ। রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

আমি পাহাড় খুব ভালবাসি। তই পাহাড়ি এলাকায় শুটিং হলে আমার খুব ভাল লাগে। আমার জীবনে সমুদ্রের থেকে পাহাড়ের ভূমিকা অনেক বেশি। তাই খুব এনজয় করে কাজ করেছি। রাহুলদার সঙ্গে প্রথমবার কাজ করলাম। একে অপরকে আমরা চিনি, কিন্তু কাজ করা হয়নি। অনেকবারই আমরা বলেছি একটা কাজ একসঙ্গে করব। অবশেষে সেই সুযোগটা এল। শুটের আগের দিন একে অপরের দিকে হেসে বললাম, কাজটা তাহলে করা হচ্ছে। 

সিরিজের নাম 'খানিকটা প্রেমের মতো'। প্রেমের পরিভাষা আর প্রেম- প্রেমের মতো-র মধ্যে রাহুল দেব বোসের নজরে সুক্ষ্ম পার্থক্যটা কী?

আমার পার্টনার দেবাদতৃা তো বলে, আমি মাঝেমধ্যেই বেশি সিরিয়াস হয়ে যাই। আমার মধ্যে রোম্যান্টিজিম কম। আমার জন্য ভালবাসা মানে একে অপরকে জাজ না করে কোনও রকম শর্ত প্রয়োগ না করে সঙ্গ দেওয়া। নিঃস্বার্থভাবে কারও ভাল চাওয়াটাই প্রেম। ভালবাসা মানে দয়ালু,  (kindness), যত্নবান (Careing) আর একে অপরের সঙ্গে থাকার ইচ্ছেটাই আমার নজরে প্রকৃত প্রেমের সংজ্ঞা। 

web series Rahul dev bose