Samrat Mukherji: তাণ্ডব নৃত্য সহজ নয়, তবে শিব হতে গেলে নিজের রাগ আয়ত্বে রাখতে হয়: সম্রাট মুখোপাধ্যায়

Samrat Mukherji-Maha shivratri: অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় তিনি নিজেও কিন্তু শিবের একান্ত অনুরাগী। তাঁর সঙ্গে সঙ্গে শিবের ভূমিকায় তাঁকে দেখাও গিয়েছে বেশ কয়েকবার।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Bengali actor Samrat Mukherjee shared his shivratri memories and his preparation for being lord Shiva

Maha Shivratri: কীভাবে শিবরাত্রি উদযাপন করতেন তিনি? Photograph: (Instagram)

Maha Shivratri-Tollywood: কথায় বলে, যখন চারপাশে আর কোনও আশা থাকে না, তখন সব কিছুর ঊর্ধ্বে যিনি, নিজের ভক্তদের নিরাশা থেকে বাঁচান, তিনি মহাদেব। কেউ যদি নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়েও ফেলে, তারপরও শিব তাঁকে টেনে তুলতে পারেন। তাই তো, আজকের এই বিশেষ দিন অর্থাৎ মহা শিবরাত্রির দিন বেশিরভাগ মানুষ নিষ্ঠাভরে পুজো করেন। তারকাদের অনেকেই মহাদেব ভক্ত।

Advertisment

অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় তিনি নিজেও কিন্তু শিবের একান্ত অনুরাগী। তাঁর সঙ্গে সঙ্গে শিবের ভূমিকায় তাঁকে দেখাও গিয়েছে বেশ কয়েকবার। আর এবার যখন তাঁর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে শিবরাত্রির বিশেষ ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, অভিনেতা জানান তিনি বেহালাতে একটি মন্দির বানাচ্ছেন মহাদেবের। মূর্তি এসে গিয়েছে, প্রায় সবই হয়ে গিয়েছে কিন্তু অভিনেতার যেহেতু বাবা মারা গিয়েছেন তাই একবছর সেভাবে কিছু করতে পারবেন না। আসন্ন মেয়ে মাসে মন্দিরের উদ্বোধন করবেন তিনি।

থিয়েটার রোডে বড় হয়েছেন তিনি। অভিনেতা জানান, তাঁদের ওখানে শিবরাত্রির উদযাপন ছিল দেখার মত। সারা রাত অনুষ্ঠান হত। তাঁর সঙ্গে সঙ্গে কাওয়ালি, এবং রাত জেগে থাকা সবকিছুই করতেন। এবং নিজে সেভাবে উপোস করে জল ঢালতে না পারলেও মহাদেবকে মন থেকে সবসময় ডাকেন। কিন্তু অভিনেতার কথায়... "বাবা মারা গিয়েছেন একবছর হয়নি। কিন্তু, ইচ্ছে আছে এবার অসৌচ শেষ হয়ে গেলে উপোস করেই মহাদেবের পুজো করব।"

আরও পড়ুন  -  Rohan Bhattacharjee: মহাদেবের চরিত্রে অভিনয় করার সময় নিরামিষ খেতাম,…

Advertisment

অভিনেতাকে দেখা গিয়েছিল শিব হিসেবে। তিনি ঋতুপর্ণার সঙ্গে সেই অনুষ্ঠানে মহাদেবের ভূমিকায় ছিলেন। যে কারণে তাকে অনেকেই কটাক্ষ পর্যন্ত করেছিলেন। কিন্তু, অকাল বোধনে শিবের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বেশ কিছু বিষয় বুঝেছিলেন তিনি। অভিনেতা বলেন... "এর আগে বহুবার আমি মহিষাসুরমর্দিনীতে কাজ করেছি। সেখানে মহিষাসুর হয়েছিলাম। কিন্তু, অকাল বোধনে তো শিবের অনেকটা ভূমিকা ছিল। তাই, সেখানে তাণ্ডব নৃত্যের প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে। কিন্তু দেখলাম অত কস্টিউম পরে, ত্রিশূল নিয়ে যদি ঠিকঠাক প্র্যাকটিস না করি, তাহলে সমস্যা হয়ে যাবে। পারফেক্ট হবে না। খুব কঠিন তাণ্ডব নৃত্য।"

অভিনেতা জানান, সেইসময় তাঁর ভরতনাট্যমের ট্রেনিং দারুণ কাজে লেগেছিল। তবে, মহা শিবরাত্রির পুজোয় থাকবেন আর বাবার প্রসাদ খেয়ে হাস্যকর কিছু হবে না, এমন নিশ্চই হয় না। সম্রাট জানান, "আমার একদম সিদ্ধি খাওয়ার অভ্যাস নেই, তখন আইডিয়া ছিল না। একবছর আমায় বাবার প্রসাদ বলে খাইয়ে দিয়েছিল। তারপর আমি যে নাচ শুরু করেছিলাম, আমার নাচ সারা রাতভর আর থামার নয়।" তবে, শিব হওয়া যে সহজ নয়, সেকথা নিজেই জানালেন তিনি।

এই প্রজন্মের বহু ছেলেরাও শিবরাত্রির ব্রত করে। কিন্তু শিব হতে গেলে কী করা উচিত প্রসঙ্গে অভিনেতা বলেন... "আমার মনে হয় কর্তব্য বোধ থাকা উচিত। নিজের দায়িত্ব পালন করা উচিত। যতই দুষ্টুমি করো না কেন, নিজেকে ভাল রাখা উচিত।  আর হ্যাঁ! অবশ্যই যেটা করা উচিত নিজের রাগ আয়ত্বে রাখা উচিত। আগে আমার স্ত্রী আমায় বলতো যে আমার খুব রাগ। এখন বয়সের সঙ্গে সঙ্গে সেসব অনেক কমে গিয়েছে। খুব একটা রাগ করি না।"

tollywood Tollywood Television star tollywood news maha shivratri Samrat Mukerji