Sayak Chakraborty Wedding: সায়কের শুভপরিণয় সুসম্পন্ন! সাত পাকের বন্ধনে অভিনেতা-ইউটিউবার, পাত্রী কে?

Sayak Chakraborty Marriage: সায়ক চক্রবর্তীর ভক্তদের জন্য রয়েছে সুখবর। বর্ষার রোম্যান্টিক মরশুমে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা-ইউটিউবার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে সায়কের সিঁদুরদানের 'এক্সক্লুসিভ' ছবি।

Sayak Chakraborty Marriage: সায়ক চক্রবর্তীর ভক্তদের জন্য রয়েছে সুখবর। বর্ষার রোম্যান্টিক মরশুমে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা-ইউটিউবার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে সায়কের সিঁদুরদানের 'এক্সক্লুসিভ' ছবি।

author-image
Kasturi Kundu
New Update
cats

সায়কের সিঁদুরদান

Sayak Chakraborty: ইউটিউবার হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জনের আগে বাংলা সিরিয়ালের নায়ক হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত ছিলেন সায়ক চক্রবর্তী। এখন তো তিনি 'সোশ্যাল মিডিয়ায় আইকন'। সায়ক চক্রবর্তীর লেটেস্ট আপডেটের অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। জীবনের ভাল-মন্দ সবটাই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা-ইউটিউবার সায়ক চক্রবর্তী। সম্প্রতি বাইপাসের ধারে একটি জমি কিনেছেন, যেখানে গড়ে উঠবে তাঁর স্বপ্নের বাড়ি। এই খবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভেসেছেন সায়ক। এর মাঝেই আরও এক সুখবর। বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। ঘর গোছানোর জন্য ডেকে এনেছিলেন বান্ধবীকেও! আবার বলছিলেন, 'ভাবছি এ বার বিয়েটা সেরেই ফেলি'। সোমের সন্ধ্যায় সম্পন্ন হল সায়কের শুভপরিণয়। 

Advertisment

আরও পড়ুন 'রোজ রাতে আমার...', ডিজিটালাইজেশনের যুগে ছোট্ট 'হাগ' কতটা প্রয়োজন? কী বলছেন সায়ক?

Advertisment

গায়ে হলুদের ছবি পোস্ট করে বিয়ের খবর দিয়েছেন অভিনেতা-ইউটিউবার। পাত্রী কে? চুপিসারে কেন বিয়ে সারলেন? আর সত্যিই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন নাকি রিল লাইফের কোনও বিশেষ চমক? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় সায়কের সঙ্গে। তিনি একপ্রকার মজা করে বিষয়টা উড়িয়ে দেন। পরক্ষণেই আবার বলেছেন, 'আমাকে গায়ে হলুদের সাজে ভাল লাগছে তো? বিয়ে বিষয়টা মন্দ নয়। একটু অপেক্ষা করুন, সব প্রশ্নের উত্তর পাবেন। সুখবর আমরাই দেব।' সায়কের বিয়ের আসরে ছিলেন বান্ধবী দেবলীনা নন্দীও।

আরও পড়ুন জামাইষষ্ঠীর পরই সিঙ্গল টু মিঙ্গল, চুপিসারে কার সঙ্গে ঘর বাঁধলেন সায়ক? দেখুন ছবি

টোপর পরে ছাদন৪াতলায় সায়ক, লাজকু মুখে সিঁদুরদানের অপেক্ষায় কনে। বাঙালি রীতি মেনে সাত পাক ঘুরে লাল সিঁদুরে রাঙিয়ে দিলেন পাত্রীর সিঁথি। লজ্জাবস্ত্রের আড়ালে মিষ্টি হাসি সায়ক 'ঘরনি'-র। এবার আসা যাক পাত্রীর কথায়। কার সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন সায়ক? ছবিতে দেখা যাচ্ছে, বাংলা ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে।

নববধূর সাজে সায়কের পাশে অয়ন্যাকে দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে সত্যিই সায়ক চক্রবর্তী এই টেলি অভিনেত্রীর সঙ্গে নতুন জীবন শুরু করলেন? লাস্ট বাট নট ইন লিস্ট, সংসার পাতবেন বলেই নতুন বাড়ির প্ল্যানটা আগেই সেরে ফেলেছেন সায়ক? উত্তরের জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে। 

আরও পড়ুন পিতৃদিবসে বাবাকে 'স্পর্শ' করে মায়ের জয়গান, গোয়ায় 'ফাদার্স ডে' উদযাপন সায়কের

Bengali Actor Sayak Chakraborty