Advertisment
Presenting Partner
Desktop GIF

Celebs on Hunger Strike: ৩২৫ ঘণ্টা! 'লজ্জা হয়?' জুনিয়র ডাক্তারদের সঙ্গে ১ দিনের অনশনে বসলেন বিরসা-চৈতীরা...

Celebs on Junior doctors hunger strike: ১৪ দিন ধরে চলছে অনশন। তাদের ন্যায্য দাবির পক্ষে সামিল হয়েছেন অনেকেই। সেদিন দ্রোহের কার্নিভালের পাশাপাশি আজ অনশনে যোগ দিয়েছেন অনেক তারকাই...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
birsa on doctors hunger strika

Junior Doctors' Hunger Strike: তারকারা বসলেন আন্দোলনে...

চলছে আন্দোলন, চলছে অনশন! জুনিয়র ডাক্তারদের অনেকেই পথে নেমে অনশন চালিয়ে যাচ্ছেন। কেউ চোদ্দ দিন, কেউ ৮ দিন, নিজেদের ন্যায্য দাবি পেতে তারা রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন। তারকার অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন।

Advertisment

পুজোর সময়ও তারা সঙ্গ দিয়েছিলেন। চৈতী ঘোষাল থেকে দেবলীনা দত্ত, সেই তালিকায় ছিলেন অনেকই। এবার তারাও প্রতীকী অনশনে বসেছেন একদিনের জন্য। আজ সকাল থেকেই তাঁদের দেখা গিয়েছে অনশনের মঞ্চে। আগামীকাল পর্যন্ত, তাঁরা অনশন করবেন। এই একদিন, তাঁরা জল ছাড়া কিছুই খাবেন না। প্রয়োজনে ওষুধ খাবেন।

চৈতী ঘোষাল যিনি বহুদিন ধরে আন্দোলন এবং প্রতিবাদের মঞ্চে রয়েছেন, তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "এই প্রতিবাদ শুধুই ডাক্তারদের? ওরা তো সাধারণ মানুষের হয়েও কথা বলছে। তিনি প্রশ্ন করলেন, "আমরা কি চাই ভেজাল ওষুধ খেতে? থ্রেট কালচার হোক, আমরা কি চাই? নাকি দালালি করে কাজ হোক, এটা আমরা চাই? এগুলো তো আমরা চাই না।"

অন্যদিকে, অনশনরত চিকিৎসকদের নিয়ে নানা পোস্ট চারিদিকে। তাদের সাহস এবং ন্যায্য দাবিতে সামিল হয়েছেন অনেকেই। যেমন তারা মানুষের আশীর্বাদ পাচ্ছেন, তেমনই তাঁরা বাহবা পাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এবার তাঁদের হয়েই বিদীপ্তা চক্রবর্তী সমাজ মাধ্যমে লিখছেন...

আরও পড়ুন  -  Poushali Banerjee: শোয়ের মাঝেই পৌশালী বন্দ্যোপাধ্যায়ের দলের সদস্যকে মারার হুমকি! স্তম্ভিত গায়িকা যা করলেন...

"এদের কে চেনেন নিশ্চয়ই? বিশ্বাস করুন, গত ১৪ দিন, জল ছাড়া কিচ্ছু খায়নি। বই পড়ছে। গান শুনছে। বসে রয়েছে সুদিনের দিকে তাকিয়ে, বসে রয়েছে অভয়ার ন্যায়বিচারের জন্যে, বসে রয়েছে আমার-আপনার একটা উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। আমরা কি কিছু করতে পারলাম ওদের জন্যে? উলটে, ওদের মনোবল ভাঙার জন্যে সব করেছি। এখনো করছি। তাই না? এখনো মুখপাত্ররা ডিনার করার পর মুখ খুললেই ওদের বিরুদ্ধে কথা বলছে। লজ্জা হয়?"

অন্যদিকে বিরসা যিনি, নিজেও আজ অনশনে বসেছেন, তিনিও সেই সাতজন অনশনকারীর ছবি শেয়ার করে লিখলেন, "৩২৫ ঘণ্টা, ১৪ দিনের অনশন!"

Birsa Dasgupta Chaiti Ghoshal Junior Doctors Bidipta Chakraborty
Advertisment