Poushali Banerjee: শোয়ের মাঝেই পৌষালী বন্দ্যোপাধ্যায়ের দলের সদস্যকে মারার হুমকি! স্তম্ভিত গায়িকা যা করলেন...
Poushali Banerjee news: স্টেজ শো করছিলেন পৌষালী । সেখানে তাঁর দলের একজন সদস্যকে, যেভাবে মারধর করার হুমকি দেওয়া হয়, তাতে আচমকা স্তম্ভিত তিনি। বললেন...
বাংলা সংগীত প্রেমীদের কাছে, গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় খুব অল্প সময়ের মধ্যেই নাম করেছেন। তাই লোকসংগীত এবং নানান ধরনের গানের মাধ্যমে তিনি মানুষের মনের অন্তরে পৌঁছে গিয়েছেন। আর এবার তার দলেরই একজন মানুষকে, এভাবে মারার হুমকি দেওয়া হবে যেন কল্পনাই করতে পারেনি শিল্পী।
Advertisment
পৌষালী শুধু তাঁর গানের মাধ্যমে নয় বরং তার ব্যবহারের জন্য অনেকের কাছে এসে পৌঁছেছেন। যেভাবে তিনি স্টেজ শো মাতান, অনেকেই পারেন না। আর এবার এক জায়গায় অনুষ্ঠান করতে গিয়েই তাকে যা শুনতে হল... ভরা মঞ্চে শো করছেন তিনি। হঠাৎই দর্শকদের মধ্যে থেকে, তাঁর সাউন্ড ম্যানকে মারার হুমকি দিয়ে বসেন।
ঘটনায় চমকে ওঠেন শিল্পী। শো করতে এসে মারামারি হাতাহাতি এ আবার কি? ঘটনা কিভাবে সামলালেন তিনি? যে ভিডিও দেখা যাচ্ছে, তাতে পৌশালীকে বেশ শান্ত অবস্থায় দেখা গেছে। সাউন্ড ম্যানকে মারার হুমকি শুনতেই, পৌশালী বলে ওঠেন...
না না, কেন ও আমার সাউন্ড ম্যানকে মারবে বলছে? এরপরই স্টেজ থেকে আরো অনেক মন্তব্য আসতে থাকে। দলের অন্য সদস্যদের একজন বলেন, যে মারবে বলেছে তাকে একবার স্টেজে আসতে বলুন তো? আবার কেউ বললেন যে, অনুষ্ঠান করতে করতে এসেছি, মারবে এ আবার কি কথা? আবার কারোর কথায়, "এ কোন হরিদাস পাল?" কিন্তু পৌষালী কৌশলে হাসিমুখে সবটা সামলে নিলেন। যখনই তাকে কেউ জিজ্ঞাসা করেন যে তাকেই কথা বলা হয়েছে কিনা, তিনি হাসি মুখে উত্তর দেন যে "আমাকে না বলা হোক কিন্তু আমার টিমকে তো বলা হয়েছে।"
যদিও গায়িকা যেভাবে ব্যাপারটা সামলালেন, তাতে তার ভক্তরা আপ্লুত। তাঁকে হাসতে হাসতে বলতে শোনা গেল, "সত্যি যদি মারে? এই না না মারামারি করোনা।" এই ঘটনা আরেকবারও প্রমাণ করে দিল যে শিল্পীদের সত্যি কি কোন সম্মান বা মান নেই?
সেই ভিডিওতে বেশিরভাগ মানুষের মন্তব্য করেছেন, কেউ কেউ আছেন যারা কোন মানুষকে সম্মান করতে পারে না সে সাধারণ মানুষ হোক বা শিল্পী। আবার কেউ লিখলেন, একজন শিল্পী যেভাবে ঠান্ডা মাথায় বিষয়টা সামলে দিলেন, তাদের প্রশংসা করতে হয়।