ওদিকে গিন্নির সঙ্গে মানানসই পোশাকে দেখা গেল প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। সাদা শেরওয়ানি আর গায়ে শাল। দু'জনের গলাতেই গোলাপের বরমালা। তবে নজর কাড়ল আরও একটি বিষয়। প্রান্তিকের কপালেও সিঁদুর পরিয়ে দিলেন অঙ্কিতা। সাক্ষী ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব। অভিনেত্রী সোহিনী সরকারকেও দেখা গেল বর-কনের সঙ্গে ছবি তুলতে।
বিয়ের ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, "চিয়ার্স আমাকে। চিয়ার্স তোমাকে। আর উল্লাস আমাদের সমস্ত ভালবাসা ও হাসিকে। আমাদের একে-অপরকে নিয়ে এত পরিকল্পনা ছিল যে শেষমেশ ব্রহ্মাণ্ডের ইচ্ছেয় আমরা এক হলাম। এবার আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হোক। এই পাহাড়েই সমস্ত ঘনিষ্ঠদের নিয়ে আমাদের বন্ধুত্বের একসঙ্গে পথচলা শুরু হল।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন