/indian-express-bangla/media/media_files/2025/08/12/cats-2025-08-12-12-09-20.jpg)
মেয়ের কী নাম রাখলেন অহনা?
Ahona Dutta Baby Girl Name: ২৮ জুলাই সোমবার, দুই থেকে তিন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের মিষ্টি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অহনা। দুজনেই সুস্থ আছেন, ভাল আছেন। এই সময়ে প্রিয়জনেরা যেন তাঁদের শুভকামনা ও প্রার্থনায় জড়িয়ে রাখেন সেই আবদারই করেছেন অভিনেত্রী। এখন তো নিউলি মাম্মির ভ্লগের নতুন সঙ্গী সদ্যোজাত সন্তানও।
একরত্তিকে কোলে নিয়েই ভ্লগ করছেন অহনা। লিটল প্রিন্সেসকে দুই পোষ্য ঠিক কতটা ভালবাসে সেটাও নিজের ভ্লগে শেয়ার করেছিলেন। অহনা ছোট্ট সোনার কী নাম রাখলেন তা জানার আবদার করেছিলেন অনুরাগীদের একাংশ। এবার সেই অপেক্ষার অবসান। নতুন ভিডিওতে অহনা জানিয়ে দিলেন লক্ষ্মীছানাকে আদর করে কী নামে ডাকছেন।
যা নাম রেখেছেন শুনলে হেসে লুটোপুটি খাবেন। আদর করে একরত্তিকে প্যাক প্যাক বলে ডাকছেন নিউলি মাম্মি অহনা দত্ত। তবে এই নামকরণের নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। আসলে জামা, ছোট-বড় সব তোয়ালে-তে প্যাক প্যাকের ছবি। তাই মেয়েকেও প্যাক-প্যাক নামে ডাকছেন সেলেব মম অহনা। বাড়ির বাকি সদস্যরাও তাঁদের মনপসন্দ নামে ডাকছেন। আর অহনার মেয়েকে যিনি সবসময় দেখছেন তিনি আবার ডাকেন সোনাপাখি, দুষ্টুপাখি সহ আরও কত নাম। প্রেগন্যান্সিটা একাই কাটিয়েছেন অহনা দত্ত। সঙ্গে অবশ্য ছিলেন বেটারহাফ দীপঙ্কর ও শ্বশুরমশাই। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে আগলে রেখেছিলেন দুজনেই।
দীপঙ্করের সঙ্গে ঘর বাঁধতেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অহনার মা চাঁদনি। সংবাদমাধ্যম মারফৎ-ই নাতনি হওয়ার খবর পেয়েছেন। তাতেও অবশ্য অভিমানের বরফ গলেনি। বরং নাম না করে জামাইকে খোঁচা মেরে সোশ্যাল মিডিয়ায় মানসিক যন্ত্রণার কথা শেয়ার করেছিলেন। তিনি একজন নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় নাচের নানা ভিডিও।
আরও পড়ুন মঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?
একটি ভিডিওবার্তায় বলেছেন, অনেকেই তাঁর কমেন্ট বক্সে নেচিবাচক মন্তব্য করছেন, নাচ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু, তাঁর বক্তব্য জীবনের কঠিন সময় পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নাচ-ই তাঁর যন্ত্রণায় প্রলেপ দেয়। কয়েকদিন আগেই মাকে হারিয়েছেন। দুজনের পুরনো একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'আমি কোথায় আছি কী করছি কিছু আনার কথা আর কেউ বলে না। একবার মায়ের ফোনটাও বাজে না।'
আরও পড়ুন 'কতটা যন্ত্রণার ছিল...', অহনার স্বামীকে বিঁধে একাকী মায়ের লড়াইয়ের কষ্ট ভাগ চাঁদনির