Bengali Actress Baby: 'কতটা যন্ত্রণার ছিল...', অহনার স্বামীকে বিঁধে একাকী মায়ের লড়াইয়ের কষ্ট ভাগ চাঁদনির

Ahona Dutta Mother: নাতনি হওয়ার খবরে আনন্দে হলেও মেয়ের উপর অভিমানের বরফ মোটেই গলেনি। সোশ্যাল মিডিয়ায় অহনার স্বামী দীপঙ্করকে খোঁচা মেরে ক্ষোভ-আবেগ সবটাই উগরে দিলেন অভিনেত্রীর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়।

Ahona Dutta Mother: নাতনি হওয়ার খবরে আনন্দে হলেও মেয়ের উপর অভিমানের বরফ মোটেই গলেনি। সোশ্যাল মিডিয়ায় অহনার স্বামী দীপঙ্করকে খোঁচা মেরে ক্ষোভ-আবেগ সবটাই উগরে দিলেন অভিনেত্রীর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মায়ের যন্ত্রণা...

Ahona Dutta Mother Reaction: সোমবার সন্তান সুখ লাভ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। তাঁর কোল আলো করে এসেছে ছোট্ট রাজকন্যা। মেয়েকে আগলে মাতৃত্ব উপভোগ করছেন অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকা সেন। মা হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু, নিজের মায়ের সঙ্গেই জীবনের এই বিশেষ সময়টা কাটাতে পারলেন না অহনা। রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্ক মেনে নেননি অহনার মা। বিবাহবিচ্ছিন্ন ও বয়সে বড় পাত্রের সঙ্গে মেয়ে সম্পর্কে জড়াতেই মায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে। সংবাদমাধ্যম মারফৎ নাতনি হওয়ার খবর জানতে পেরেছেন। তবুও বরফ গলেনি। সোশ্যাল মিডিয়ায় নাম না করে একের পর এক পোস্টে মনের ক্ষত তুলে ধরছেন অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়। 

Advertisment

সিঙ্গল মাদার হিসেবে অহনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। কিন্তু, আজ দীপঙ্করের মধ্যেই নিজের সর্বসুখ খুঁজে পেয়েছেন মহনা। মনের সেই যন্ত্রণা ভাগ করে লিখেছেন, 'যারা আলাদা থাকতে চায় তাঁদের ব্যাপার আলাদা আর যে কোনওদিন থাকতে চায়নি তাঁকে বাধ্য করা হয়েছে একা বাঁচার জন্য বা মরে যাওয়ার জন্য। একা বাঁচার লড়াইটা কিন্তু তাঁর কাছে সহজ ছিল না, কতটা যন্ত্রণার ছিল সেটা শুধু সেই জানে।'  

Advertisment

আরও পড়ুন আমি তো চেয়েছিলাম একসঙ্গে আটটি সন্তান হোক, কিন্তু ভাগ্যক্রমে একটাই হবে: অহনা দত্ত

আরও যোগ করেছেন, 'তাই সেদিন একটা প্রতিজ্ঞা নিজের সঙ্গে করেছিলাম যতদিন পৃথিবীতে আছি কোনওদিন কাউকে মায়ায় পরে ফিরে পাওয়ার ভিক্ষা চাইব না। নিজের মতো করেই কাটাব যে কোনও পরিস্থিতিতে। আমার মতো সামান্য মানুষকে সামান্যই থাকতে দিন। সেদিন সবাই তো একটাই উপদেশ দিল যে নিজের মতো করে থেকো আজ বহু কষ্টে একা জীবন কাটাতে শিখেছি। তাই সবাই ভাল থাক সুস্থ থাক খুশি থাক। কোনও অসুবিধা নেই।' 

আরও পড়ুন মঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?

কোনও দিন তিনি অহনার স্বামীকে মেনে নেবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। দীপঙ্করকে কাঠগোড়ায় তুলে চাঁদনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয় কোনও অপরাধীকে মেনে নেওয়ার তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানকে। তাহলে চাই না এমন সন্তান। মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ কিন্তু, মায়েরা দরকার হলে কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হলে যত্নটা ঠিক আসে না তাই তো কারও ২১ দিনের রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কিসের কী? সেই সন্তানের মা তো এটিএম মেশিন না।'

আরও পড়ুন সোমে সুখবর! মা হলেন অহনা, পুত্র না কন্যা সন্তান এল ছোট পর্দার 'মিশকা'-র কোলে?

Bengali News Ahona Dutta