Advertisment

Aparajita Adhya: '১ মাস হয়ে গিয়েছে, উৎসবে ফিরুন..', মুখ্যমন্ত্রীর আবেদনেও শোক ভুলতে নারাজ অপরাজিতা...

Aparajita Adhya: প্রায় একমাস হয়ে গেল বিচার নেই। মেয়েদের অধিকারের দাবিতে পথে নেমেছেন বেশিরভাগ। তারকারা একেবারেই পিছিয়ে নেই। কিন্তু অপরাজিতা মুখ্যমন্ত্রীর মন্তব্যে যা বললেন...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
aparajita

Aparajita on CM Statement: কী বলছেন অপরাজিতা? গ্রাফিক্সঃ অংশুমান মাইতি

'১ মাস হয়ে গিয়েছে, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন...' কিছুক্ষণ আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী এমনটাই উল্লেখ করছেন। তারপর থেকেই ফের সমালোচনা তুঙ্গে। একমাসের মধ্যে এমন একটা ঘটনা ভুলে যাওয়া যায়? মানুষ প্রশ্ন করছেন এমনই।

Advertisment

আজ সকালেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে চিকিৎসকরা যদি আগামীকাল বিকেল ৫টার আগে জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতি শেষ না করেন, তবে রাজ্য যদি কোনও ক্ষমতা প্রয়োগ করে তাহলে আমরা বাধা দিতে পারব না। সব মিলিয়ে, যেন ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর কথা শুনে, বেজায় দুঃখ পেয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা।

তাঁরা যেন স্তম্ভিত এই ঘটনায়। অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। অভিনেত্রীকে যেই মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে জিজ্ঞেস করা হল। তিনি সোজা বললেন, "উৎসবে ফেরার বিষয় তো? আসলে আমার মানসিকতা নেই, উৎসবে ফেরার। যার ইচ্ছে, সে ফিরবে। যার মানসিকতা সায় দেবে সে ফিরবে।" পুজোর সময় তাঁর নতুন ছবি রিলিজ করার কথা ছিল। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণের সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু, যে ঘটনা ঘটেছে তারপর ছবির কাজ আর হয়নি।

আরও পড়ুন  -  Ananya Chatterjee: 'কেন্দ্রীয় পুরস্কার ফেরত দেবেন তো?' ব্রাত্য বসুকে স্পষ্ট উত্তর জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের 

যদিও, বা উৎসব মানে তাঁর কাছে কাজ। অপরাজিতা বললেন, "কাজ থামিয়ে রাখলে চলবে না। আমার কাছে উৎসব মানেই কাজ। কাজ না করলে খাব কী? আমরা তো পার্টি পলিটিক্স করি না। আমাদের রোজগার করতে গেলে কাজ করতে হবে। কাজটাই উৎসব আমাদের কাছে। কিন্তু, সেটা বাদ দিয়ে অন্য কোনও উৎসবে ফেরার মানসিকতা এবং ইচ্ছে আমার নেই। কারণ, একমাস পার হলেও আর যাই হোক আমি শোক ভুলতে পারব না।"

উল্লেখ্য, অপরাজিতা অনেক প্রতিবাদেই আওয়াজ তুলেছেন। তাঁর পাশাপাশি তিনি সমাজ মাধ্যমেও নানা পোস্টের মাধ্যমে কতটা যন্ত্রণায় রয়েছেন সেকথা বুঝিয়ে দিচ্ছেন। কিছুদিন আগেই নিজের হাতে গণেশ বানিয়ে আরাধনা করেছেন তিনি। পথে নেমেছেন আন্দোলনে সামিল হয়েছেন। একটাই দাবি করেছেন, বিচার তাঁদের পেতেই হবে।

aparajita adhya tollywood news Tollywood Actress CM Mamata banerjee RG Kar Case
Advertisment