Advertisment
Presenting Partner
Desktop GIF

Debleena Dutta: 'বাকি সন্দীপ ঘোষেরা অপেক্ষা কর...', প্রকাশ্যেই কাদের সতর্ক করলেন দেবলীনা দত্ত?

Bengali actress debleena on protest: অভিনেতা অভিনেত্রীরা আন্দোলনে নেমেছেন। তাঁরা প্রতিবাদ করছেন। বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে, তাঁরা বিচার চাইছেন। দেবলীনা থেকে স্বস্তিকা তারা যেন বিচার না পেয়ে থামবেন না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
debleena swastika

বিচার চেয়ে কাদের সতর্ক করলেন দেবলীনা?

গতকাল সন্ধ্যা থেকেই আর জি কর কান্ডের নয়া মোড়। সন্দীপ ঘোষকে দ্বিতীয়বার ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করে সিবিআই। তাঁর পাশাপাশি গ্রেফতার হন, টালা থানার ওসিও। তারপর থেকেই যেন আরও বেশি করে আশা দেখছেন বেশিরভাগ।

Advertisment

তারকারা পিছিয়ে নেই। বিশেষ করে দেবলীনা দত্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। একদিকে সারা রাজ্য যখন, বৃষ্টি ঝড় উপেক্ষা করে নিজেদের আন্দোলন জারি রেখেছেন, তাতে সকলের সব কষ্ট কম মনে হবে। সেই দৃশ্য দেখেই আপ্লুত স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এমন একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে অঝোরে বৃষ্টি পড়ছে। কিন্তু তাতেও আন্দোলন কমছে না।

নজরুলের 'কারার ঐ লৌহ কপাট' গানে, তারা সুর ধরেছেন। সেই সুর বিদ্রোহের, সেই সুর আন্দোলনের।  সেই দুঃসাহসী ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। যার ক্যাপশনে লেখা, "আরও জোড়ে বৃষ্টি আয়, তিলোত্তমা বিচার চায়।" এছাড়াও আজ মহামিছিল নিয়েও উত্তেজনা ছিল তুঙ্গে। স্বস্তিকার সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, যে উৎসব শুরু হয়েছে। আর এই উৎসব থামার না।

অন্যদিকে, দেবলীনা দত্ত গতকালের পর, তিনি যেন বিচারের মুখ না দেখে ছাড়বেন না। অভিনেত্রী সোজাসুজি বলেন, "বাকি সন্দীপ ঘোষেরা অপেক্ষায় থাকুন"। এখানেই শেষ না। স্বাস্থ্য ভবনে বসে রয়েছেন তারা। আন্দোলন চলছে। অভিনেত্রী স্লোগানের ভিডিও শেয়ার করলেন। যেখানে, একটি ছোট বাচ্চা জাস্টিস চাইছে। অভিনেত্রী লিখছেন, "চলে আসুন স্বাস্থ্যভবনে। লড়াই চলছে।"

আরও পড়ুন  -   Jeetu Kamal: 'সর্ষেতে ভূত থাকবে না...?' আরজি কর কাণ্ডে ফের একবার ঠোঁটকাটা জিতু কামাল

উল্লেখ্য, যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে, ততক্ষন পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। গতকাল জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁদের এমন কিছু শর্ত দেওয়া হয় যে, আলোচনা না করেই ফিরে আসতে হয়। আজকে আবার মিছিলে মানুষ জড়ো হয়েছিলেন।

tollywood Swastika Mukherjee Debolina Dutta RGKar medical college & hospital
Advertisment