Advertisment

Jeetu Kamal: 'সর্ষেতে ভূত থাকবে না...?' আরজি কর কাণ্ডে ফের একবার ঠোঁটকাটা জিতু কামাল

Jeetu Kamal news: অভিনেতা নিজের মন্তব্য নিয়ে সরব। আর আগেও তিনি মুখ খুলেছেন। গতকাল, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেফতার হওয়ার পর ফের একবার তিনি মুখ খুলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jeetu kamal on RG kar protest

Jeetu Kamal News: কী বলছেন জিতু?

প্রথম দিন থেকেই, জিতু কামাল আন্দোলনে সামিল হয়েছেন। নিজের মন্তব্যের খাতিরে বেশ টপে রয়েছেন অভিনেতা। আর এবার, তো আগাম খবর দিয়েই যেন আরও শীর্ষে অভিনেতা।

Advertisment

জিতু কামাল, একের পর এক আপডেট দিয়ে যাচ্ছেন, তাঁর পাশাপাশি মজা করে নানা পোস্ট করছেন তিনি। গতকাল, সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ফের একবার জিতু পোস্ট করেন। তাঁর সঙ্গেই টালা থানার ওসি, তিনিও গ্রেফতার হন। জিতু পোস্ট করে লিখছিলেন, শুনলাম উনি নাকি চারজনের নাম বলে দিয়েছেন।

জিতু আন্দোলনের সঙ্গেই বারবার জানিয়েছেন, দলীয় রং বা রাজনীতির কোনও রং যেন আন্দোলনকে পাল্টে না দেয়। কারণ, এতে সাধারণ মানুষের যোগদান রয়েছে। তাঁরা হয়তো বা রাজনীতির ময়দানে কোনোদিন পা রাখেননি। জিতু একটি পোস্ট করে বলেছেন, "প্রথম দিন থেকে যখন বলে আসছি,দলীয় রং-পতাকা ছাড়া শুধুমাত্র জাতীয় পতাকা নিয়েই আন্দোলন গড়ে উঠুক। এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিন। তখন কোন এক শ্রেণীর/দলের অতি উৎসাহী ভাই-বোনেরা খুব ঝাঁপিয়ে পড়েছিল! মনে পরে??"

আরও পড়ুন  -   Parambrata Chatterjee: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে করজোড়ে জুনিয়র ডাক্তাররা, পরমব্রতর প্রশ্ন, 'সব তো মেনে নিয়েছিল? তাহলে মিটিং কেন নয়...' 

জিতুর পোস্ট 

কী বলছেন জিতু? 

আর গতকাল, সন্দীপ ঘোষ ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর মানুষের যেন আশা আরও বেড়েছে। সকলের এখন একটাই উদ্দেশ্যে, এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের পেছনে যে জড়িয়ে আছে, তাঁর যেন শাস্তি হয়, এটাই ভাবনা। আর আজ জিতু ফের নতুন এই রহস্যের সন্ধান পেয়েই সমাজ মাধ্যমে পোস্ট করলেন...

তাহলে কি এই কর্মকাণ্ডে কে জড়িয়ে আছেন, সেকথা জানেন জিতু? সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন... "সর্ষেতে ভূত থাকবে না, এ কখনো হয়…? পৃথিবীর জন্মকাল থেকে এ অপরিবর্তনশীল।" কার উদ্দেশ্যে একথা বললেন তিনি? গতকাল জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। যদিও, সেখানে আলোচনা হয়নি। আগামীতে কী হয়, সেটাই দেখার।

tollywood entertainment Entertainment News Jeetu Kamal tollywood news
Advertisment