কর্মক্ষেত্রে মেয়েরা সুরক্ষিত না। কিন্তু, বাড়িতে? সেখানে মেয়েরা সুরক্ষিত তো? যেখানে, প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে সেখানে হোমমেকারদের সুরক্ষা কিন্তু বাড়িতে একথা, প্রকাশ্যেই জানালেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
অভিনেত্রী, প্রথমদিন থেকেই সরব হয়েছিলেন। রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করতে। তাঁকে অন্যায়ের প্রতিবাদে গলা চড়াতে দেখা গিয়েছিল। এমনকি, স্লোগানের ঝড় তুলে কিছুদিন আগে বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি। পুলিশের গালে চটি মারার স্লোগান বলেই কটাক্ষ শুনেছিলেন। আর আজ, ফের তিনি সরব হয়েছেন।
যারা হাউসওয়াইফ, বাড়ির কাজ করেন, তাঁরা নিজেদের বাড়িতে সুরক্ষিত তো? অভিনেত্রী এই নিয়েই প্রশ্ন তুললেন। তিনি একটি ভিডিও শেয়ার করে বললেন...
আরও পড়ুন - Urmila Matondkar Filed Divorce: মহসিনকে আতঙ্কবাদী বলতেই ক্ষেপেছিলেন ঊর্মিলা, এবার তাঁর সঙ্গেই ৮ বছরের বিয়ে ভাঙছেন অভিনেত্রী?
জাস্টিস বাড়ি থেকেই পাওয়া যায়। একথাটা আমাদের ভুলে গেলে চলবে না। আরেকটা বিষয়, তিলোত্তমার পর থেকে আমরা এটা শুনে আসছি, কাজের জায়গায় মেয়েদের সুরক্ষিত রাখতে হবে। কিন্তু, যারা হোমমেকার, তাঁরা কিন্তু প্রত্যেকে নিজেদের বাড়িতে কাজ করেন। আর বাড়িতে তাঁরা যেন সুরক্ষিত থাকে, এটা দেখতে হবে। তাই, বাড়িতে যদি কোনও অন্যায় হয়, সেটা প্রতিবাদ করার দায়িত্ব আমার। সেই মানুষটিকে জাস্টিস দেওয়ার দায়িত্ব আমার।
এখানেই থামলেন না। অভিনেত্রী তাঁর পাশাপাশি এও বলেন, এই যে বিষয়টা নিজের বাড়ির লোকের মনে ঢুকিয়ে দিন। নিজের বাড়ির দেওয়ালে, দরজায়, এদিক ওদিক, কোনও বিশেষ কোণায় লিখে রাখুন। যাতে দেখলেই মনে পড়ে, সমস্ত বিষয়টা। আমি তো লিখে লাগিয়ে রাখব, কিন্তু আপনারা ভুলে যাবেন না।