/indian-express-bangla/media/media_files/2025/09/01/cats-2025-09-01-16-42-39.jpg)
মন খারাপ গীতের
Geetashree Roy Emotional Note: রাশি তার নাম...এটা শুনলেই যাঁর কথা মনে পড়ে তিনি বাঙালি অভিনেত্রী গীতশ্রী রায় থুরি গীত। একটা সময় বাংলা সিরিয়ালে একচেটিয়া কাজ করেছেন। তবে এখন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে মোটামুটি সরিয়ে নিয়েছেন বলা যায়। পুজোর আগে শুরু করেছেন নিজের ব্যবসা। যৌথভাবে স্যালোঁর উদ্বোধন করেছেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী গীত। এর মাঝেই পরিবারে ঘটে গেল দুঃখজনক ঘটনা। প্রাণের চেয়ে প্রিয় পোষ্যকে হারিয়েছেন গীতশ্রী রায়। সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা একটি পোস্ট করেছেন অভিনেত্রী।
গীতের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় পোষ্যর সঙ্গে নানান সুন্দর মুহূর্ত। সত্যিই তো পোষ্য সকলের কাছেই সন্তানসম। গীতও তাঁর ব্যতিক্রম নন। প্রিয় পোষ্যর মৃত্যুর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। তাকে দেখতে না পেয়ে মন ভারাক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তারই প্রতিফলন। পোষ্যর বেশ কয়েকটি ছবি শেয়ার করে গীত আবেগপ্রবণ পোস্টে লিখেছেন, 'আমার বাচ্চা আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল তোমাকে দেখতে পাই না। তোমাকে ছুঁতে পারি না, আদর করতে পারি না। তবে আমি জানি তুমি সবসময় আমাদের সঙ্গে আছ, আমাদের দেখতে পাচ্ছ। আমার বাচ্চা, তোমাকে খুব ভালবাসি। আমাদের আবার দেখা হবে।'
আরও পড়ুন চলে গেল সিরাজ, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়...
গীতের প্রেমিক ফুটবলার প্রবীর রায়ও পোষ্য মিষ্টুর মৃত্যুতে শোকার্ত। কমেন্ট বক্সে লিখেছেন, ভাল থেকো মিষ্টু'। এছাড়াও সায়ন্তনী মল্লিক, তৃণা সাহা সাহার মতো বেশ কিছু ইন্ডাস্ট্রির সতীর্থ লাল হৃদয়ের ইমোজি দিয়ে সান্ত্বনা দিয়েছেন। প্রসঙ্গত, গত জুন মাসে ঠিক এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন আরও এক বাঙালি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই শহীদ দিবসে সারাদিন চরম কর্মব্যস্ততার মধ্যেই কেটেছে। পরদিন সকালেই মন খারাপ। কারণ ২২ জুন ঠিক একমাস আগেই সায়ন্তিকাকে ছেড়ে চলে গিয়েছে প্রাণের চেয়ে প্রিয় পোষ্য সিরাজ।
সিরাজও ছিল সায়ন্তিকার সন্তানতুল্য। তাকে হারিয়ে শোকের পাথর হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পোষ্য সিরাজের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে লিখেছিলেন, '২২ জুন থেকে ২২ জুলাই, আমরা তোমাকে খুব মিস করি সিরাজ। তোমাকে ছাড়া জীবনটা আর কখনও আগের মতো হবে না। আমরা তোমাকে খুব ভালবাসি। মা, টিকি, বীরা, খালুয়ার তরফে ভালবাসা।'
আরও পড়ুন জীবন আর কখনও ...' , ২১ শে জুলাই শহীদ দিবসের পরই কেন হাহাকার সায়ন্তিকার?