Sayantika Banerjee-Shiraz: ২১ জুলাই শহীদ দিবসে সারাদিন চরম কর্মব্যস্ততার মধ্যেই কেটেছে। পরদিন সকালেই মন খারাপ বাঙালি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাোধ্যায়ের। ইনস্টা হ্যান্ডেলে সেই কারণ অবশ্য নিজেই ব্যখা করেছেন অভিনেত্রী। আজ থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ ২২ জুন প্রাণের চেয়ে প্রিয় পোষ্য সিরাজকে। রবিবাসরীয় দিনে যখন কর্মচঞ্চলতাও সেরকম ছিল না, তখনই জীবনে বিরাট ধাক্কাটা খান সায়ন্তিকা।
আরও পড়ুন 'এগুলো না করলে...', অভিনেত্রী হতে কী শর্ত? কেরিয়ারের শুরুতে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কল্কি
সিরাজ ছিল সায়ন্তিকার সন্তানতুল্য। তাকে হারিয়ে শোকের পাথর হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পোষ্যকে হারানোর যন্ত্রণাটা পেট পেরেন্টস ছাড়া সত্যিই কেউ উপলব্ধি করতে পারে না। একমাস পরও পোষ্য হারানোর সেই যন্ত্রণা নিয়ে হৃদয়বিদারক পোস্ট সায়ন্তিকার। পোষ্য সিরাজের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, '২২ জুন থেকে ২২ জুলাই, আমরা তোমাকে খুব মিস করি সিরাজ। তোমাকে ছাড়া জীবনটা আর কখনও আগের মতো হবে না। আমরা তোমাকে খুব ভালবাসি। মা, টিকি, বীরা, খালুয়ার তরফে ভালবাসা।'
আরও পড়ুন 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা
কমেন্ট বক্সেও সায়ন্তিকাকে সহানুভূতি জানিয়েছেন নেটনাগরিকরা। সায়ন্তিকা পশুপ্রেমী, সম্প্রতি আরও এক পোষ্য বুম্বুর সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে অবসরাপন করছিলেন অভিনেত্রী। কাজের হাজার ব্যস্ততা, আরও এক পোষ্যকে নিয়ে সময় কাটলেও সিরাজের অনুপস্থিতিতে হৃদয় কাদে সায়ন্তিকার। ২২ জুন রবিবার, সিরাজের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কোলাজ শেয়ার করে মৃত্যুসংবাদ দিয়েছিলেন সায়ন্তিকা।
আরও পড়ুন নিরামিষ খেয়ে শিবলিঙ্গে জল ঢালা, টলি সেলেবরা কী ভাবে শ্রাবণের প্রথম সোমবার পালন করছেন?
অভিনেত্রী লিখেছিলেন, 'রবিবার সকাল সাতটা নাগাদ সিরাজ আমাদের ছেড়ে চলে গেল। তোমার সঙ্গে আমার হৃদয়টাকে নিয়ে গেলে। তোমাকে ছাড়া জীবন আরও কখনও পুরনো ছন্দে ফিরবে না। তুমি আমার পৃথিবী, তোমাকে আমি ভালবাসি। আমরা প্রত্যেকে তোমাকে খুব ভালবাসি।' সিরাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে সুদীপা চট্টোপাোধ্যায়, ইমন চক্রবর্তী।
আরও পড়ুন যৌন নির্যাতনের শিকার-প্রাণনাশের হুমকি, সহ অভিনেত্রীর হাতে চড়! কে এই বলিউডের কিংবদন্তি অভিনেত্রী?