/indian-express-bangla/media/media_files/2025/08/22/serial-2025-08-22-16-54-15.jpeg)
রাজকুমারী জয়িতা!
/indian-express-bangla/media/media_files/2025/08/22/473651135_1538342570209993_1974853988179413954_n-2025-08-22-16-54-44.jpg)
রূপকথার গল্প
কাজের হাজার ব্যস্ততার মাঝে যদি ছোটবেলাকে একটু ফিরে পাওয়া যায় তাহলে মন্দ কী। সান বাংলার পর্দায় আসছে সেইরকমই এক বাংলা মেগা। রূপকথার গল্প নিয়ে বাঙালির ড্রইংরুমে পৌঁছে যাবে 'রূপমতী'। আর এই রূপকথার গল্পে রাজকন্যা কে?
/indian-express-bangla/media/media_files/2025/08/22/473705870_1539888756722041_4368766769825581802_n-2025-08-22-16-54-44.jpg)
জয়িতা যখন রাজকন্যা
রূপমতীর চরিত্রে অভিনয় করছেন বঙ্গললনা জয়িতা সান্যাল। রাজকন্যা হিসেবে জন্ম রূপমতীর। তপবনে নির্বাসিত হওয়ার পর নিজেকে যোদ্ধা হিসাবে নিজেকে গড়ে তোলে। এরপরই মুখোমুখি হয় রাক্ষস রাণী জটিলার।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/483685647_18348650320196526_5534046532522362220_n-2025-08-22-16-54-44.jpg)
যুদ্ধ-প্রেম-আত্মজয়ের কাহিনি
রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যানের প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন মেগার গল্প। রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা পুরোটাই রূপমতীর সামনে যেন একটা খোলা বই। এই লড়াই শুধু সিংহাসন দখলের নয়, ন্যায় ও সত্যের লড়াই। এই যুদ্ধে রূপমতীর পাশে থাকবে রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/491570832_18353230813196526_618709407452605791_n-2025-08-22-16-54-44.jpg)
গল্পে নয়া মোড়
রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। শীঘ্রই শুরু হবে সিরিয়ালের শুটিং। আর সেপ্টেম্বরে সান বাংলায় সম্প্রচারিত হবে ধারাবাহিকটি।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/473185321_1538331426877774_5380926143415047727_n-2025-08-22-16-57-09.jpg)
কোন চরিত্রে জয়িতা?
নতুন মেগা রূপমতী নিয়ে জয়িতা বলেন, 'আমি নিজের সঙ্গে রূপমতীর চরিত্রের অনেক মিল পেয়েছি। তবে শুধু আমি নয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই নিজের সঙ্গে রূপমতীর অনেক মিল পাবে। প্রত্যেক মেয়েরই যেমন একটা শান্ত সত্ত্বা থাকে তেমনই প্রত্যেকের মধ্যে একজন যোদ্ধা লুকিয়ে থাকে। একটা চরিত্রের মধ্যেই দুটো সত্ত্বা রয়েছে। সেটাই আমাকে প্রথমে খুব আকৃষ্ট করেছিল। রূপমতী দশভূজা। সে প্রজাদের সাহায্য করে, পরিবারকে ভালবাসে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। রূপমতীর মধ্যে সবকিছু রয়েছে। মুখ্য চরিত্র হিসেবে এটি আমার প্রথম কাজ। এই কাজটা করার জন্য ভীষণভাবে অপেক্ষা করে আছি। আশা করব দর্শক আমাকে ভালবাসবেন।'
/indian-express-bangla/media/media_files/2025/08/22/471151744_1523462978364619_3443236591332318343_n-2025-08-22-16-57-09.jpg)
উচ্ছ্বসিত অভিনেত্রী
জয়িতার সংযোজন, 'রূপমতী এক রাজ্যের রাজকন্যা। খুব নরম স্বভাবের শান্ত প্রকৃতির একটা মেয়ে। খুবই হাসিখুশি। কিন্তু এটা ছাড়াও তার আরও বেশি কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটা সে অবশ্য গল্প কিছুটা এগোলেই উপলদ্ধি করা যাবে। রূপমতীর জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে। পরিবার বিশ্বাসঘাতকতা করে। ফলে সে তাঁর চরিত্রের অন্যান্য দিকগুলি আবিস্কার করে। সে জানেও না যে এত নরম মনোভাবের পিছনে লুকিয়ে রয়েছে একজন যোদ্ধা। রূপমতীর মধ্য়ে অনেক যাদুশক্তি রয়েছে। যেটা সে নিজেও প্রথমে জানবে না। আসলে রূপমতী শুধু একটা রূপকথা নয়, একজন মেয়ের উত্তরণের গল্প। একজন নরম মেয়ের থেকে যোদ্ধা হয়ে ওঠার গল্প।'