Bengali Actress covid 19: করোনা আক্রান্ত একের পর এক তারকা! কোভিড পজেটিভ আরও ১ বাঙালি অভিনেত্রী

Joyita Chatterjee: নিকিতা দত্তর পর এবারও কোভিড আক্রান্ত বাঙালি অভিনেত্রীই। তিনি জয়িতা চট্টোপাধ্যায়। কোভিড আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Joyita Chatterjee: নিকিতা দত্তর পর এবারও কোভিড আক্রান্ত বাঙালি অভিনেত্রীই। তিনি জয়িতা চট্টোপাধ্যায়। কোভিড আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কোভিড পজেটিভ আরও ১ বাঙালি অভিনেত্রী

কোভিড পজেটিভ বালভীর খ্যাত অভিনেত্রী

Joyita Chatterjee Covid 19 :দীর্ঘ পাঁচ বছর পের সেই আতঙ্ক! ফিরছে ২০২০ সালের সেই ভয়ংকর পরিস্থিতি। করোনাকালে মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। মায়ানগরী মুম্বইয়ে একের পর এক সেলিব্রিটি কোভিড আক্রান্ত। অভিনেত্রী শিল্পা শিরোদকার থেকে  জুয়েল থিফ খ্যাত নিকিতা দত্তের শরীরে থাবা বসিয়েছে করোনা। শিল্পা সুস্থ হয়ে উঠেছে। আর অন্যদিকে নিকিতার সঙ্গে কোভিড আক্রান্ত অভিনেত্রীর মা-ও। এর মাঝেই আরও এক অভিনেত্রীর কোভিড আক্রান্তের খবর। নিকিতার পর এবারও কোভিড আক্রান্ত বাঙালি অভিনেত্রীই। তিনি জয়িতা চট্টোপাধ্যায়। বালভীর ধারাবাহিকে অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে পরিচিত মুখ জয়িতা। দেশজুড়ে যখন কোভিডের বাড়বাড়ন্ত সেই সময় মায়ানগরীতে রুপোলি দুনিয়ার সেলেবদের করোনা আক্রান্তের খবর নিঃসন্দেহে উদ্বেগের কারণ। 

Advertisment

কোভিড পজেটিভ হওয়ার খবরের সিলমোহর দিয়েছেন খোদ অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, 'হ্যাঁ, এই খবরটা একদম সত্যি। আমি করোনা আক্রান্ত। আমি আত্মবিশ্বাসী, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। এটা একটা কঠিন সময় মাত্র। আমি তো আগেই ভ্যাকসিন নিয়েছি। তাই আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারব।' জয়িতার কোভিড পজেটিভের খবরে উদ্বিগ্ন ভক্তরা। 

আরও পড়ুন একের পর এক করোনা আক্রান্তে আতঙ্কের ছায়া, শিল্পার পর কোভিড পজেটিভ আরও এক বাঙালি অভিনেত্রী

শুভাকাঙ্খীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁদের ধন্যবাদ জানিয়ে জয়িতা বলেছেন, 'আমি চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। এই মুহূর্তে আইসোলেশনে রয়েছি। খুব শীঘ্রই ফিরে আসব। প্রত্যেকে নিজেদের শরীরের খেয়াল রাখুন। কোনওরকম অবহেলা করবেন না। আমাকে এতটা ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি সেই প্রার্থনা করুন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।'

Advertisment

প্রসঙ্গত, ১৯ মে সোমবার সোশ্যাল মিডিয়ায় কোভিড আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছিলেন শিল্পা। এরপর ২২ মে বৃহস্পতিবার সুস্থ হয়ে ওঠার খবরও সকলকে দিয়েছেন। এরপরই করোনা আক্রান্ত হয়েছেন নিকিতা দত্ত ও তাঁর মা। জুয়েল থিফ খ্যাত অভিনেত্রী লিখেছিলেন, 'কোভিড আমাকে আর আমার মাকে হ্যালো বলে স্বাগত জানাতে এসেছে। আশা করি বিনা নিমন্ত্রণের অতিথি অল্পদিনের মধ্যেই বিদায় নেবে। কয়েকদিন কোয়ারেনটাইনে থাকার পর আবার সকলের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে সুস্থ থাকুন।' তিনি অবশ্য এখনও করোনামুক্ত কিনা সেই বিষয়ে কোনও আপডেট দেননি। 

আরও পড়ুন কোভিড আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫১ বছরের শিল্পা, কেমন আছেন অভিনেত্রী?

Joyita Chatterjee Covid-19 in India covid19