Bengali Actress: কলকাতার ইসকনের উল্টোরথে বনি-কৌশানী, উৎসবের দিন বাংলার সংস্কৃতিতে আঘাতের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে!

Koushani Mukherjee: কলকাতায় ইসকনের উল্টোরথে একসঙ্গে বনি-কৌশানী। জয় জগন্নাথ বাণী উচ্চারণ করছেন অভিনেত্রী। কিন্তু, উৎসবের দিন ছেঁড়া পোশাকের জন্য ধেয়ে এল কটাক্ষ।

Koushani Mukherjee: কলকাতায় ইসকনের উল্টোরথে একসঙ্গে বনি-কৌশানী। জয় জগন্নাথ বাণী উচ্চারণ করছেন অভিনেত্রী। কিন্তু, উৎসবের দিন ছেঁড়া পোশাকের জন্য ধেয়ে এল কটাক্ষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
koushani danced in africa

উৎসবের দিনে ট্রোলড কৌশানী

Koushani Mukherjee Trolled: কৌশানী মুখোপাধ্যায়, এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রীদের মধ্যে একজন। শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপীতে অভিনয়ের পরই ভাগ্য বদলেছে অভিনেত্রীর। রাতারাতি স্টার হয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। সিনেমার পর্দা থেকে রিয়্যালির শোর মঞ্চ কৌশানীর কামাল। শনিবার উল্টোরথের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। যা ঘিরে তুমুল কটাক্ষের শিকার অভিনেত্রী।

Advertisment

বনির সঙ্গে রথের উপর কৌশানী, আর মুখে জয় জগন্নাথ স্লোগান। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল। সমস্যা দানা বেঁধেছে টলি ক্যুইনের পোশাকে। ছেঁড়া জিন্স পড়ে রথের উপর দাঁড়িয়ে ভগবানের নাম উচ্চারণ মোটেই ভাল নজরে দেখছেন না নেটনাগরিকের একটা বড় অংশ। কমেন্ট বক্সে নেটিজেনদের মধ্যে কেউ ক্ষোভ উগরে দিয় বলছেন, 'আমরাই আমাদের সংস্কৃতি, আত্মমর্যাদা নষ্ট করি। কিন্তু, কেউ প্রতিবাদ করে না। ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরে ফ্যাশনের নামে যা ইচ্ছে তাই করা হয়।'

Advertisment

আরও পড়ুন পূর্ণার ব্যথাকে ফুটিয়ে তুলতে মাকে হারানোর যন্ত্রণা খোদাই করে প্রতিটি দৃশ্যে কেঁদেছি: কৌশানী

কেউ আবার আপশোস করে লিখেছেন, 'আজকের দিনে এথনিক পোশাক পরতে পারতেন।' ছেঁড়া জিন্স পরে রথে চাপা নিয়ে কেন সবাই নির্বিকার সেই প্রশ্নও তুলেছেন নেটপাড়ার সদস্যরা। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি কৌশানী মুখোপাধ্যায়।

 সম্প্রতি মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের বাংলা ভাষায় প্রশ্নে প্রতিবাদ করে বিতর্কে জড়িয়েছেন প্রসেনজিৎ। সেই চর্চার মাঝেই উল্টোরথে পোশাক বিতর্কে জড়ালেন কৌশানী। একদিকে যখন কটাক্ষের বামে বিদ্ধ হচ্ছেন কৌশানী, তখন অবশ্য অনেকেই অভিনেত্রীকে উল্টোরথের শুভেচ্ছা জানিয়েছেন।

বহুরূপীর পকেটমার ঝিমলির পর পর সৃজিতের কিলবিল সোসাইটির পূর্ণা, এবার রক্তবীজ ২-এ দেখা যাবে কৌশানীকে মুখোপাধ্যায়। অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশনে প্রথমবার কাজের সুযোগ পেয়েছেন বনি সেনগুপ্তও। সৌজন্যে ভানুপ্রিয়া ভূতের হোটেল। সম্প্রতি কৌশানীর জন্মদিনে বনির সঙ্গে বিদেশ ঘুরে এসেছেন।

আরও পড়ুন জন্মদিনের আগেই 'সন্তান'-এর মুখদর্শন, বাবা-বনির সঙ্গে আনন্দ উদযাপন কৌশানীর

 

Rath yatra Koushani Mukherjee ISKCON