Valentines Week-Madhumita Sarcar: চলছে প্রেমের সপ্তাহ। গতকাল থেকেই শুরু হয়েছে প্রেমের বিশেষ সময়। যদিও যারা ভালবাসায় আছেন তাঁদের কিন্তু আলাদা করে ভালবাসা দিবস বলে কিছুই হয় না। তাঁরা সবসময় প্রেমে থাকেন, একে অপরকে জড়িয়ে থাকেন। অভিনেত্রী মধুমিতা সরকারের কাছে দেবমাল্যর কোম্পানি কিন্তু ঠিক সেরকম।
প্রেমের মানুষটির সঙ্গে সারা বছর ভালবাসায় থাকলেও এই বছরটা তার সঙ্গে প্রথম ভ্যালেন্টাইনস ডে। অভিনেত্রীর প্ল্যানিং জানতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁকে ফোন করেছিল। অভিনেত্রী প্রশ্ন শুনেই লাজুক হেসে উত্তর দিলেন। নিজের মি টাইম থেকেই সময় বের করে তিনি বললেন...
"আমরা দুজনে বেশিরভাগ সময়টা একসঙ্গে কাটে। মানে, দুজনে একে অপরের সঙ্গে যতটা সময় পারি, কাজের ক্ষেত্রে হোক বা এমনি সময় কাটাতে হোক, আমাদের এখন সারাদিন খুব ইভেন্টফুল যাচ্ছে। তাই, হয়তো বা আমরা একটু ডিনার ডেটে যেতে পারিত। দেখা যাক যদি মনে হয়, আমরা দুজনে খুব ব্যস্ত আরকি এখন।" যদিও অভিনেত্রী জানিয়ে দিলেন, আগামী বছরের শুরুর দিকে বা এই বছরের শেষের দিকে তাঁরা বিয়ে করতে পারেন। তাহলে কি ফের একবার টলিউডে বিয়ের সানাই বাজবে?
বেশ অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে এসেছেন তিনি। ছোটবেলায় তো সকলের ক্রাশ থাকে। তারকার জন্য প্রেম তো থাকেই। তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা যায়, কেউ কেউ ফ্যানগার্ল মোমেন্ট পর্যন্ত এনজয় করেন। কিন্তু মধুমিতার জীবনে কোনও ক্রাশ ছিলেন না? অভিনেত্রী হাসতে হাসতে বলেন... "না! আমার কোনোদিন ছিল না ক্রাশ। আমি খুব লাজুক। এখনও কোনও জায়গায় গেলে আমি আগ বাড়িয়ে কথা বলা পছন্দ করি না। এটা আমার সমস্যা বলতে পারো। আমার যদি কাউকে তাঁর কাজের জন্য পছন্দ হয়, আমি তাঁকে গিয়ে বলতে পারি না।" সেরকমই এক ঘটনা তিনি বলেন...।
অভিনেত্রীর কথায়, "আমার মনে আছে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা ইভেন্টে গিয়েছিলেন, আমিও গেছিলাম সেখানে। তখন খুব জোর নাইন বা টেন। তো, সামনে উনাকে দেখে আমি ভাবছি, যে আরেহ! উনার এত সিনেমা দেখে বড় হয়েছি। আমার কাছে উনি শুধু একজন অভিনেতা না, উনি কিংবদন্তি। কিন্তু, আমি যে উনাকে গিয়ে বলব আপনার সঙ্গে একটা ছবি তুলব, সেটা বলতে পারছি না আমি। সেখানে আমার মা আমায় সাহায্য করেছিলেন। যদি সিন থাকত তাহলে লজ্জা ভুলে কথা বলে, আমি কাজ করে ফেলতাম।" কিন্তু, প্রেমিকা মধুমিতার কি তাঁর প্রেমিককে নিয়ে কোনও ইন্সিকিওরিটি আছে?
অভিনেত্রী বলেন, "হ্যাঁ! আর পাঁচটা প্রেমিকার মত আমারও আছে। বয়ফ্রেন্ড নিয়ে কার বেশি প্রটেকশন ইস্যু থাকে না? আমি তো জোর গলায় বলি, যে হ্যাঁ আছে। আর সত্যিই বলতে গেলে আমার ওর কাছ থেকে সেরকম কোনও ডিমান্ড নেই। আমার শুধু ওর সময় চাই। ওর নিজেরও আমার কাছে সময় চাই, তো এই সময় নিয়ে আমরা দুজনে দিব্যি আছি।"