Parashuram Ajker Nayak-Trina Saha: আর পাঁচটা এলাকার বাজার যেমন হয় ঠিক তেমন, মধ্যবিত্ত বাড়ির একজন পুরুষ তিনি বাজার করতে যাচ্ছেন, আর ঠিক তখনই বাড়ি থেকে ফোন আসে, বাচ্চাদের অভিযোগ সঙ্গে স্ত্রীর আরেকটা লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া যে এগুলো আনতে হবে। এরকম ফ্যমিলি ড্রামা সিরিয়ালের বুকে অনেক ঘটলেও পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী যে তীর মেরেছেন শেষ রাতে, সেটা সাংঘাতিক।
পরশুরাম আজকের নায়কের ট্রেলার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই অভিনেতা ইন্দ্রজিৎ বোস এবং তৃণা সাহাকে নিয়ে আলোচনার শেষ নেই। কারণ, যেভাবে এই ধারাবাহিকের প্রমো এসেছে, তাতে করে এটুকু বলা যায়, এহেন এন্ট্রি একজন হিরোর এর আগে সিরিয়ালের বুকে দেখা যায়নি। ঠিক যেন সাউথ ইন্ডিয়ান সিনেমা। বাজার করতে করতেই হঠাৎ দেখা গেল ইন্দ্রজিৎ কাউকে ফলো করলেন এবং তারপর দেদার অ্যাকশন। অভিনেত্রী তৃণা সাহা প্রায় অনেকগুলি সিরিজের পর, এবার আবার সিরিয়ালে ফিরেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁকে ফোন করা হয়েছিল তাঁর অনুভূতি প্রসঙ্গে।
আদ্যোপান্ত একজন গৃহিণী হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। যিনি বাড়ির সকলের খেয়াল রাখছেন। যার আবার দুটি সন্তান রয়েছে। অভিনেত্রী হাসতে হাসতে বলেন, "আমায় সিরিয়ালে নিয়ে এসেছেন স্নেহাশীষ দা। উনি আমার গুরু। আর উনার গল্পের ওপর ভরসা থাকবে না সেটা হয়? আমি সবাইকে বলি, স্নেহাশীষ দা, আর লীনা দি দুজনকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর এরা দুজনেই দর্শককে খুব ভাল বুঝতে পারেন। আমি খুব ধন্য যে আমি এই দুজনের সঙ্গেই কাজ করেছি। আর দাদা ( স্নেহাশীষ চক্রবর্তী ), আমায় অভিনয় শিখিয়েছে। দাদার গল্প দেখতে লাগে খুব সিম্পল, কিন্তু একদম সেটা নয়। কিছু একটা টুইস্ট তো থাকবেই।"
দুই সন্তানের মা তিনি এক ধারাবাহিকে। নিজের বয়সের থেকে অনেকটাই ম্যাচিওর একটি চরিত্র পেয়েছিলেন তিনি। স্নেহাশীষ তাঁকে ফোন করে বলেছিলেন, তুই কি করতে চাস এই চরিত্র? অভিনেত্রী জানান, আমায় দাদা ফোন করে বলেছিল, দেখ অনেকটা ম্যাচিওর একটা চরিত্র। তুই কি করবি? প্রথমে বলেছিলেন, একটা বাচ্চা। তারপর একদিন বললেন, এখন না দুটো বাচ্চা লাগবে। আমি দাদাকে বলেছিলাম, যে বাচ্চাটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে চরিত্র সবথেকে আগে। আমার যদি ঠিক বয়সে বাচ্চা হত, তাহলে এতদিনে আমার তিনটে ছানা পোনা হয়ে যেত। এটুকু বলেই তিনি হেসে ফেলেন। এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয় ইন্দ্রজিতের লুঙ্গি গুটিয়ে গোলাগুলি এবং অ্যাকশন দৃশ্য নিয়ে।
অভিনেত্রীর একটাই আফসোস, "আমি দাদাকে বললাম, কেন? আমি কেন গুলিটা করলাম না? আমি তো এটা করতে পারতাম। কিন্তু, দাদা তো বলেই দিলেন, দাঁড়া দাঁড়া এখনও অনেক সুযোগ আছে। একটু সময় দে। এবার দেখা যাক। কী হয়, কিভাবে সবটা এগোয়।"