Ritabhari Chakraborty: ছেড়ে গেলেন কাছের একজন, 'আদুরে' বুঁচকিকে হারিয়ে ব্যাকুল ঋতাভরী

Ritabhari Chakraborty lost her dog: অভিনেত্রী সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই ভিডিও। যাকে হারালেন, সে তাঁর খুব কাছের। একটা সময় অনেক মুহূর্ত কাটিয়েছেন। আর আজ, সেসব যেন ফ্রেমবন্দী কিছু মুহূর্ত।

Ritabhari Chakraborty lost her dog: অভিনেত্রী সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই ভিডিও। যাকে হারালেন, সে তাঁর খুব কাছের। একটা সময় অনেক মুহূর্ত কাটিয়েছেন। আর আজ, সেসব যেন ফ্রেমবন্দী কিছু মুহূর্ত।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ritabhari1

Ritabhari lost her loved one: শোকাহত অভিনেত্রী...


অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শোকাহত। কিছুদিন আগেই তিনি শুটিং সেরে ফিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে টলিপাড়ার যৌন হেনস্থার অভিযোগ নিয়ে। সেখান থেকে ফিরে এসে আপডেট পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু, এবার পরিবারের একজনকে হারিয়ে তাঁর মন ব্যাকুল।

Advertisment

অভিনেত্রীর বাবা কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। তবে, তাঁর সঙ্গে কোনোদিনই সুখকর সম্পর্ক ছিল না তাঁর। সেই কারণে, এই প্রসঙ্গে তাঁর থেকে কিছুই জানা যায়নি। কিন্তু, এখন তাঁর আরেক পরিবারের সদস্য ছেড়ে যেতেই, চোখের জল বাঁধ মানছে না অভিনেত্রীর। তাঁর সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে তাঁকে খুনসুটি করতেও দেখা যায়।

কাকে হারালেন অভিনেত্রী? 

আসলে, অভিনেত্রীর আদরের সারমেয় চলে গিয়েছেন তাঁকে ছেড়ে। তাঁর বুঁচকি মারা যাওয়াতে পুরোনো দিনের সব ঘটনা মনে করছেন তিনি। অভিনেত্রী, সেসব মুহূর্ত শেয়ার করে লিখলেন... "কত আনন্দ দিয়েছিস আমাদের শোনা। যেখানেই থাকিস খুব ভাল থাকিস। স্বর্গ হয়তো বা তোকে সেলিব্রেট করবে। কারণ, তুই যেখানে যাবি, সেখানেই আনন্দ দিবি। আমরা তোমায় ভালবাসি। এবং তোমায় খুব মনে করব। শান্তিতে থাক।

Advertisment

আরও পড়ুন  -  Madhumita Sarkar: ভয়াবহ দুর্ঘটনার কবলে গাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধুমিতা, এখন কেমন আছেন অভিনেত্রী?

সালটা ২০১৫। সেদিন থেকে বুঁচকি তাঁর সঙ্গে। অবশেষে ৮ বছরের সঙ্গে চলা শেষ হল। কিন্তু, সত্যিই কি শেষ হল! নিশ্চই না। চলে গেলেও তাঁকে ছেড়ে দেওয়া যায় না। অভিনেত্রীর চারপেয়ে সন্তানের জন্য ঠিক একই অনুভূতি। আর তাঁর এই অনুভূতি খুব ভালই বুঝতে পারছেন, অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি অভিনেত্রীর ভিডিওতে মন্তব্য করলেন, ওর জন্য অনেক ভালবাসা পাঠালাম। তিনিও যে ডগ মম, তাই এই যন্ত্রণা খুব ভাল করেই বোঝেন।

সামনে তাঁর নতুন ছবির রিলিজ। বহুরূপীতে দেখা যেতে চলেছে তাঁকে। তাঁর বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়। এই ছবিতে শিবপ্রসাদ এবং নন্দিতা রায় পরিচালনা করছেন। এমনকি, শিবু নিজেও এই ছবিতে কাজ করছেন। নতুন ছবি রিলিজের আগেই কাছের একজনকে হারিয়ে ফেললেন তিনি।

Ritabhari Chakraborty tollywood news Tollywood Actress Actress Ritabhari