Advertisment
Presenting Partner
Desktop GIF

Actresses Stand With Rituparna Sengupta: জনরোষে হেনস্থার শিকার ঋতুপর্ণা, আন্দোলনের ভয়ঙ্কর রূপকে অসমর্থন সুদীপ্তা-রূপা গঙ্গোপাধ্যায়দের

rituparna Sengupta news: ফের যেন একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। একজন অভিনেত্রী যিনি আন্দোলনে অংশ নিতে গিয়েছিলেন, তাকে ধাক্কাধাক্কি, এবং তাকে হেনস্থা করা হবে, ভাবতেও পারছেন না সুদীপ্তা এবং রুপারা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Bengali actress Rituparna Sengupta faced public fear yesterday sudipta chakraborty roopa Ganguly feel terrific

Actresses Stand with Rituparna: ঋতুপর্ণার সঙ্গে যা ঘটেছে, কী বলছেন অভিনেত্রীরা?


গতকাল রাত্রিবেলা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আন্দোলনে পৌঁছেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে তাকে দেখে গো ব্যাক স্লোগান, শুরু করেন আন্দোলনকারীরা। এমনকি তার গাড়িতে বোতল ছুড়তে শুরু করেন। অভিনেত্রী ধাক্কাধাক্কিতে একবার পড়ে যাওয়ার পর্যন্ত জোগাড়। 

Advertisment

আর গতকাল ঋতুপর্ণার সঙ্গে যা হয়ে গিয়েছে, তাতে প্রশ্ন উঠছে অনেক। যে সমাজ নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় নেমে লড়াই করছে, সেখানেই গতকাল এক নারীর সাথে এহেন আচরণ দেখে, অনেকেই প্রশ্ন করছেন। এমনকি তারকারা একজন মহিলার সঙ্গে হয়ে যাওয়া এরকম ভয়ংকর ঘটনায় স্তম্ভিত। 

Rituparna Sengupta র সাথে কালকে‌ যা ব্যবহার করা হয়েছে তা সমর্থন করতে পারছি না। যে আন্দোলনের কেন্দ্রে নারী সুরক্ষা এবং...

Posted by Ushasie Chakraborty on Wednesday, September 4, 2024

অভিনেত্রী উষসী চক্রবর্তী বলছেন, ঋতুপর্ণার সাথে কালকে‌ যা ব্যবহার করা হয়েছে তা সমর্থন করতে পারছি না। যে আন্দোলনের কেন্দ্রে নারী সুরক্ষা এবং নিরাপত্তা, সেই আন্দোলনকারীদের কাছ থেকে একজন মহিলার প্রতি এহেন‌‌ আচরণ একেবারেই অনভিপ্রেত। শুধু ঋতুপর্ণা নয় বরং স্বস্তিকা মুখার্জির হাসি নিয়ে যারা ট্রল করেছেন, তাদেরকেও 'বোকা বোকা' সম্বোধন করলেন উষসী। অভিনেত্রী বলছেন, প্রসঙ্গান্তরে বলে রাখি স্বস্তিকার হাসি নিয়ে ট্রোল করার ব্যাপারটা খুবই বোকাবোকা। এতে ট্রোলারদের মনোভাবের দিনতাই প্রকাশ পায়। স্বস্তিকার কিছু এসে যায় না। দীর্ঘ সময় ব্যাপী চলা এই গণ আন্দোলনের মূল শক্তিই হল মানুষের স্বতঃস্ফূর্ততা। এখানে মানুষ হাসবেন, কাঁদবেন, স্লোগান দেবেন, গাইবেন, চুপ করে বসে থাকবেন ইচ্ছে হলে স্লোগানের সাথে নাচবেন, তাতে কার কি?

আরও পড়ুন  -  Rituparna Sengupta: শ্যামবাজারে ঋতুপর্ণাকে গো ব্যক স্লোগান - হেনস্থা, ফের একবার প্রশ্ন উঠল নারী নিরাপত্তার? 

#RituparnaSengupta ke Bina karone ei opoman Kora ami somorthon kori na , korbo na. Ei naki nari somman , nari surokhya lorai?

Posted by Roopa Ganguly on Wednesday, September 4, 2024

অন্যদিকে রয়েছেন, এবং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিনা কারণে একজন অভিনেত্রীকে এবং জনরোষের মুখে পড়তে হবে, তিনি যেন কল্পনাও করতে পারেন না। তিনি লিখছেন, "ঋতুপর্ণা কে বিনা কারণেই অপমান করা আমি সমর্থন করি না করবও না। এই নাকি নারী-সম্মান, নারী সুরক্ষার লড়াই?" চুপ করে থাকেননি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও। তিনি লিখছেন...

আপনারা তার অবস্থান পছন্দ করেননি। আপনি তার সম্পাদিত ভিডিওটিকে ঘৃণা করেছেন, ফাইন।তাকে একটি জোরালো এবং স্পষ্ট স্লোগান দিন "ফিরে যাও"। এটাও গ্রহণ করা যায়। তিনিও তা মেনে নিয়ে স্থান ত্যাগ করেন।কিন্তু গাড়ির ভিতরে বসে থাকা অবস্থায় তার গাড়ির কাচের দরজা ধাক্কা দেওয়া? এটা কি ভয়ঙ্কর!! আমি এর নিন্দা জানাই। আপনারা কি ভুলে গেছেন যে কেবল মহিলাদের জন্য রাত পুনরুদ্ধার করতে রাস্তায় এসেছিলেন? আপনি কি ভুলে গেছেন যে মানুষ হিসেবে একজন নারীর মৌলিক মর্যাদা, সম্মান ও অধিকার ক্ষুণ্ন করার বিচার চাইতে আপনারা সবাই রাস্তার দায়িত্ব নিচ্ছেন? কিভাবে এটা করতে পারেন? প্রিয় কলকাতাবাসী, আজ ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে যা করেছেন তার নিন্দা করছি।" 

Sudipta Chakraborty roopa ganguly tollywood tollywood news Usashie Chakraborty Entertainment News Today Tollywood Actress entertainment rituparna sengupta Entertainment News
Advertisment