Advertisment

Sreelekha Mitra: নৈহাটিতে মেয়েদের সঙ্গে অভব্য আচরণ, শ্রীলেখা খোঁটা দিয়ে বললেন...'খেলা হবে তাই না?'

Naihati Incident yesterday: গতকাল নৈহাটিতে মেয়েদের প্রতিবাদে সামিল হয়েছিলেন যারা, তাতে তাঁদের সঙ্গে যে অভব্য আচরণ হয় মেয়েদের সঙ্গে, তাতে আর চুপ থাকতে পারলেন না শ্রীলেখা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Sreelekha Mitra accused CM Mamata Banerjee on RG kar medical College incident

Sreelekha on Naihati incident: কী বলছেন শ্রীলেখা?


গতকাল  নৈহাটিতে যে ঘটনা ঘটেছে, তাতে ধিক্কার জানিয়েছেন বেশিরভাগ। মেয়েদের আন্দোলনে ঢুকে হামলা চালায় বেশ কিছু গুন্ডা। তারা তাঁদের সঙ্গে যে আচরণ করেছেন, সেটি ভয়ঙ্কর। কোনও মেয়ের জামা ছিঁড়ে ফেলেছেন তাঁরা। 

Advertisment

আবার কেউ গুরুতর জখম হয়েছেন। হাত-পা কেটে গিয়েছে অনেকের।  আর এই ঘটনা নজরে আসতেই একদল বলছেন, মেয়েদের লড়াইয়ে যারা প্রতিবাদে নেমেছেন, তাঁদের সঙ্গেই এরকম আচরণ? আর কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় অশোকনগরের নেতা ঝঙ্কুর। যেখানে তিনি এমন কিছু বলেন, তারপর শুরু হয় সমালোচনা। এবার সেই সুত্র টেনেই শ্রীলেখা মিত্র কালকের ঘটনার ধিক্কার জানিয়েছেন। 

কী বলছেন অভিনেত্রী? 

অভিনেত্রী বলছেন... "নৈহাটিতে স্কুলের প্রক্তনীরা মিছিল করছিল... তৃণমূল এসে বাচ্চা মেয়ে গুলোর জমা টানে হাত ধরে গায়ে হাত দেয় এমনকি বয়স্ক টিচার দের মারধর করে...এটাও রেপ...খেলা হবে ? তাই না?" থামলেন না শ্রীলেখা।  বরং প্রকাশ্যেই শাসক দলকে যা নয় তাই বললেন। তিনি বলছেন...

আরও পড়ুন  -   Debleena Dutta: 'টলি তারকা মদ্যপ অবস্থায় ঘরে ডেকে...', যৌন হেনস্থার শিকার দেবলীনাও!

"মুখ্যমন্ত্রী ফোস করতে বলেছিলেন তাই শাসক গুন্ডার দল মেয়েদের এই হাল করল, এরপর আর চুপ নয,আর ভয় নয় ,পরে পরে মার খাওয়ার দিন শেষ । একবার মারলে পাঁচবার মার খেতে হবে মনে থাকে যেন। আমরা ভুলছিনা ভুলবেন । এক্ষুনি ক্রিমিনালদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক।" প্রথম দিন থেকেই শ্রীলেখা সরব এই ঘটনায়। নানাভাবে তিনি প্রশ্ন করেছেন। 

উল্লেখ্য, শ্রীলেখা যে এত স্পষ্ট কথা বলছেন, তাতে বেশ আতঙ্কে ভক্তরা। কেউ কেউ তো এমন বলছেন, "আপনার না ক্ষতি হয়। আপনি যেভাবে বলতে শুরু করেছেন।" 

tollywood Sreelekha Mitra Sreelekha Mitra FB Post tollywood news Tollywood Actress
Advertisment