অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শেষ কিছুদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। জাস্টিস আমাদের পেতেই হবে অভিনেত্রীর মুখে শোনা গেল এমনই রব। এবার প্রকাশ্যেই জানালেন সেই প্রসঙ্গে।
শ্রাবন্তী কিছুদিন আগেই মুখ খুলেছিলেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। তাঁর সঙ্গে হওয়া অন্যায় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নারী নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ফের এক মেয়ের সম্মানেই তো হাত উঠল জনগণের। কিন্তু রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদের সুর শ্রাবন্তীর। তারকাদের অনেকেই পথে নামছেন। কেউ জানিয়ে, কেউ আবার না জানিয়ে। শ্রাবন্তী সেই না জানানোর দলে।
তাঁকে দেখা যেতে চলেছে দেবী চৌধুরানীর ভূমিকায়। লড়াকু এক মহিলা স্বাধীনতা সংগ্রামী হিসেবে পর্দায় আসছেন তিনি। নিজের পরিবারের সঙ্গেও যে স্বাধীনতা এবং লড়াইয়ের প্রসঙ্গ রয়েছে সেকথা সাফ জানালেন তিনি। শ্রাবন্তী বললেন...
"আমাদের প্রত্যেকের কাজ রয়েছে। তাঁর মধ্যে যতক্ষণ সময় পাচ্ছি, প্রতিবাদে নামছি। নিজেদের কাজ বজায় রেখেই সবটা করতে হচ্ছে। কিন্তু, একথা বলতে দ্বিধা নেই, এমন একটা পাশবিক ঘটনা মেয়েটার সঙ্গে হয়ে গিয়েছে, আমার ভাবলেই চোখ দিয়ে জল আসে। কল্পনাও করতে পারি না। কিন্তু এই যে প্রতিবাদের ভাষাটা, সেটা কিন্তু আমার মধ্যে জন্ম থেকেই।" অভিনেত্রীর পরিবারের যোগ রয়েছে স্বাধীনতার সঙ্গে।
তিনি বলেন, "আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর আমার বাবা আর্মিতে চাকরি করতেন, সৈনিক ছিলেন। তাই লড়াই বিষয়টা আমার রক্তে রয়েছে জন্মলগ্ন থেকে। তাই লড়াই চালিয়ে যেতে হবে। থেমে থাকলে চলবে না। কিন্তু তাঁর অর্থ অন্যকে দুঃখ কষ্ট দিয়ে না।"
উল্লেখ্য, শ্রাবন্তীর জীবনেও অনেক কিছু ঘটে গিয়েছে। তিনিও মানুষের রোষানলে পড়েছেন। বিয়ের কারণে অনেকেই তাঁকে নানাভাবে কটাক্ষ করেছেন। কিন্তু, তিনি থেমে থাকেননি। বরং এগিয়ে গিয়েছেন।