Advertisment

Tollywood - Supriyo Dutta: 'শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকার ব্যাটেলিয়ন...', নাট্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়েই কাঞ্চনকে আক্রমণ সুপ্রিয় দত্তর

Tollywood Actor returned his Award: অভিনেতা নিজের নাট্য একাডেমির পুরস্কারের পাশাপাশি টাকা ফেরানোর কথা বলেন। এমনকি এও জানান, তিনি এখন মেয়ের বাবা হিসেবে স্তম্ভিত এবং ভীত।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
suprito dutta

পুরস্কার ফেরানোর পাশাপাশি আর কী বললেন?

 

Advertisment

তালিকা ক্রমশ বাড়ছে। সুদীপ্তা চক্রবর্তীর পাশাপাশি রাজ্য সরকারের তরফে পাওয়া পুরস্কার ফিরিয়েছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হলেন বাংলার আরেক বিখ্যাত অভিনেতা সুপ্রিয় দত্ত। একসময় কমার্শিয়াল ছবির পাশাপাশি থিয়েটারের মঞ্চেও তিনি সমান জনপ্রিয়।

সুদীপ্তার পাশাপাশি পুরস্কার ফিরিয়েছিলেন, সুজন নীল মুখোপাধ্যায়, চন্দন সেন, বিপ্লব বন্দোপাধ্যায়, এছাড়া অনেকেই। আর এবার সুপ্রিয় দত্ত। তিনি নাট্য একাডেমির সচিবকে উদ্দেশ্য করেই একটি চিঠি লিখেছেন। যাতে নিজের পুরস্কার ফেরত দেওয়ার পাশাপাশি তিনি কাঞ্চন মল্লিককে উল্লেখ করেও ক্ষোভ উগরে দিলেন।

অভিনেতা নিজের চিঠিতে লিখেছেন... "গত ২৪ জানুয়ারি, ২০২১ সালে শিশির মঞ্চে আমি পূর্ণদৈর্ঘ্য নাটক বিভাগে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তরফে বিশেষ চরিত্রাভিনেতার পুরস্কার পাই। কিন্তু, বর্তমানে আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনা এবং শাসকদলের ভূমিকা আমায় স্তম্ভিত করেছে। শাসক এবং তাঁর পদলেহণকারী পুলিশের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে তাঁরা সত্য আড়াল করতে কতটা মরিয়া। এমতাবস্থায়, এক কন্যা সন্তানের পিতা হিসেবে আমি ভীত।"

আরও পড়ুন  -  Bollywood-Income tax: বলিউডের সর্বোচ্চ করদাতা শাহরুখ, অক্ষয় তালিকাতেই নেই! আর কে কে কত টাকা দিলেন?

কাঞ্চনকে যা বললেন...  

এখানেই শেষ না। এরপর, কাঞ্চন মল্লিককে তুলোধোনা করলেন তিনি। সোজাসুজি বললেন, "এর পাশাপাশি আমার বন্ধু বর্তমানে শাসক দলের প্রতিনিধি কাঞ্চন মল্লিকের কথায় বুঝলাম, শাসক আসলে পুরস্কার এবং সম্মানের বিনিময়ে মসায়েব খরিদ করে। শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকার ব্যাটেলিয়ন। কাঞ্চনবাবুর এই বিবৃতি আসলে সরকারের ঘোষিত বা অঘোষিত আদেশনামা - হয় সত্য নয় সম্মান। এমতাবস্থায় আমি সত্যের পথ বেছে নিলাম।"

Supriyo dutta

নিজের পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা করেই তিনি বলেন... "আমি আমার প্রাপ্ত পুরস্কার এবং পুরস্কার মূল্য সবটাই সরকারকে ফেরত দিয়ে গ্লানিমুক্ত হতে চাই। আপনি গ্রহণ করে আমায় বাধিত করুন।" সুপ্রিয় দত্ত যে চিঠি পাঠিয়েছেন, তাতে বেশ সাবাসি পেয়েছেন তিনি। অনেক অভিনেতা অভিনেত্রীরা তাঁর সাহসের প্রশংসা করেছেন।

 

Tollywood Actress tollywood Kanchan Mullick
Advertisment