Bengali Actress Subhashree Ganguly: মায়ের কোলে ইউভান-ইয়ালিনির দুষ্টুমি, দাদার নাম উচ্চারণে নাজেহাল রাজকন্যে!

yuvaan and Yaalin Fun Moment: কাজের অবসরে পরিবারের সঙ্গেই সময় কাটান শুভশ্রী। ইউভানকে স্কুল থেকে নিয়ে আসার সময় গাড়ির ভিতরে ইয়ালিনির সঙ্গে ভিডিও পোস্ট করলেন সেলেব মম।

yuvaan and Yaalin Fun Moment: কাজের অবসরে পরিবারের সঙ্গেই সময় কাটান শুভশ্রী। ইউভানকে স্কুল থেকে নিয়ে আসার সময় গাড়ির ভিতরে ইয়ালিনির সঙ্গে ভিডিও পোস্ট করলেন সেলেব মম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly post

দাদা-বোনের খুনসুটি

Subhashree Ganguly-yuvaan-Yaalin: ২০২৪-এর ৩০ নভেম্বর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছিলেন টলি কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর কোল আলো করে এসেছিল রাজকন্যা ইয়ালিনি। রাজ-শুভশ্রীর পুত্র সন্তান ইউভানের চার বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন রাজশ্রী। এখন তো ছোট্ট ইয়ালিনির একটা বিরাট ফ্যানবেসও তৈরি হয়ে গিয়েছে। শুভশ্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। বড় ছেলে ইউভানকে স্কুলে আনতে যাওয়ার সময় মা-মেয়ের একটি কিউট মোমেন্ট শেয়ার করেন সেলেব মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আধোআধো শব্দে কখনও মায়ের শেখানো মতো 'হাই' বলছে তো কখনও আবার নিজের মতো করে দাদা ইউভানের নাম উচ্চারণ করছে ছোট্ট ইয়ালিনি। মায়ের সঙ্গে গাড়ির ভিতরে মায়ের সঙ্গে খুব ভাব জমেছে। মিষ্টি করে শুভশ্রীর ঠোঁটে একটা চুমুও খায় দেড় বছরের ইয়ালিনি। 

Advertisment

মা-মেয়ের মজার মুহূর্ত যখন সোশ্যাল মিডিয়ায় সকলে এনজয় করছেন তখন সেখানে গ্র্যান্ড এন্ট্রি জুনিয়র চক্রবর্তী অর্থাৎ ইউভানের। দাদা-বোনের যে ভীষণ ভালো বন্ডিং সেই নজির আগেও মিলেছে। স্কুল থেকে ফেরার সময় মায়ের কোলে মন খুলে দুই ছোট্ট সোনার খুনসুটি একেবারে জমে উঠেছে। দাদা ইউভান যা করছে সেটাই নকল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইয়ালিনি। বোনকে জড়িয়ে আনন্দে একেবারে আত্মহারা রাজ পুত্র। আদরের ছোট বোনকে কাছে পেয়ে চুমুও খেয়েছে ইউভান। আসা-যাওয়ার মাঝে পারফেক্ট ফ্যামিলি টাইম শুভশ্রী ক্যামেরাবন্দি করতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। আদরে-ভালবাসায় খুদেদের ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Advertisment

আরও পড়ুন নাম বদলে ফেলল রাজ-শুভশ্রীর রাজকন্যা! নিজেকে কী নামে ডাকল একরত্তি 'ইয়ালিনি'? দেখুন ভিডিও

গত জুন মাসে বৃষ্টিভেজা এমন একটি দিনে ইউভান-ইয়ালিনির সঙ্গে কাটানো এক মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একরত্তি ইয়ালিনির সদ্য মুখের বুলি ফুটেছে। আর আধোআধো বাংলায় নিজের নাম বলছে, যা শুনে আবেগে গদগদ মিসেস চক্রবর্তী। ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন রাজ ঘরনি। ইয়ালিনিকে নাম জিজ্ঞাসা করলে সে ফোকলা দাঁতের ফাঁক দিয়ে বলে, 'ইয়ানিনি'। মেয়ের সুরে সুর মিলিয়ে একইরকম উচ্চারণ করেন শুভশ্রীও। 

এরপর দাদা ইউভানকে ডাকার জন্য বললে তখনও মিষ্টি করেই ভাঙা-ভাঙা অক্ষরে ইউভানকে ডাকে তার আদরের ছোট বোন। সঙ্গে রয়েছেন ইউভান-ইয়ালিনির ঠাম্মিও। শুভশ্রী ইয়ালিনিকে ঠাম্মি ডাক শেখাচ্ছেন। সন্তানদের বিশেষ পাঠও পড়ান তারকা মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টেবিলে বসে খাওয়া শিখছে ইউভান আর ইয়ালিনি। মেয়ের বয়স মাত্র দেড় বছর। এখন থেকেই মেয়েকে সাবলম্বী করছেন শুভশ্রী। ভিডিও দেখা যাচ্ছে, থালায় সাজানো খাবার। ছোট্ট হাতে চামচটাও ঠিক করে ধরতে পারছে না, তবুও মায়ের কথা অনুযায়ী চেষ্টা জারি। শুভশ্রী পাশে দাঁড়িয়ে বলছেন, 'খাও'। যদিও শেষ পর্যন্ত ইয়ালিনি খাবার মুখে তুললেও খেতে আর পারল না। অন্যদিকে খাবার খুটে খাচ্ছে ইউভান।

আরও পড়ুন দেড় বছরের মেয়েকে দিয়ে এটা কী করাচ্ছেন শুভশ্রী! দেখলে তাজ্জব বনে যাবেন

Subhashree Ganguly Raj-Subhashree