Subhashree Ganguly: নাম বদলে ফেলল রাজ-শুভশ্রীর রাজকন্যা! নিজেকে কী নামে ডাকল একরত্তি 'ইয়ালিনি'? দেখুন ভিডিও

RaJ-Subhashree-yaalini: একরত্তি ইয়ালিনির সদ্য মুখের বুলি ফুটেছে। আধোআধো বাংলায় নিজের যা নাম বলছে, শুনে আবেগে গদগদ শুভশ্রী স্বয়ং। দেখুন সেই কিউট মোমেন্ট।

RaJ-Subhashree-yaalini: একরত্তি ইয়ালিনির সদ্য মুখের বুলি ফুটেছে। আধোআধো বাংলায় নিজের যা নাম বলছে, শুনে আবেগে গদগদ শুভশ্রী স্বয়ং। দেখুন সেই কিউট মোমেন্ট।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Subhashree Ganguly daughter yaalini first day school Tollywood News

বদলে গেল রাজশ্রীর মেয়ের নাম!

RaJ-Subhashree Daughter: ২০২৪-এর ৩০ নভেম্বর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছিলেন টলি কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর কোল আলো করে এসেছিল রাজকন্যা ইয়ালিনি। রাজ-শুভশ্রীর পুত্র সন্তান ইউভানের চার বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন রাজশ্রী। এখন তো ছোট্ট ইয়ালিনির একটা বিরাট ফ্যানবেসও তৈরি হয়ে গিয়েছে। শুভশ্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। বৃষ্টিভেজা বৃহস্পতিবারে ইউভান-ইয়ালিনির সঙ্গে কাটানো 'কিউট মোমেন্ট'  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেলেব মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একরত্তি ইয়ালিনির সদ্য মুখের বুলি ফুটেছে। আর আধোআধো বাংলায় নিজের নাম বলছে, যা শুনে আবেগে গদগদ শুভশ্রী স্বয়ং। 

Advertisment

Advertisment

ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন রাজ ঘরনি। ইয়ালিনিকে নাম জিজ্ঞাসা করলে সে ফোকলা দাঁতের ফাঁক দিয়ে বলে, 'ইয়ানিনি'। মেয়ের সুরে সুর মিলিয়ে একইরকম উচ্চারণ করেন শুভশ্রীও। এরপর দাদা ইউভানকে ডাকার জন্য বললে তখনও মিষ্টি করেই ভাঙা-ভাঙা অক্ষরে ইউভানকে ডাকে তার আদরের ছোট বোন। সঙ্গে রয়েছেন ইউভান-ইয়ালিনির ঠাম্মিও। শুভশ্রী ইয়ালিনিকে ঠাম্মি ডাক শেখাচ্ছেন। দুই খুদে আর শাশুড়ি মায়ের সঙ্গে বানানো এই ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা। ছোট্ট ইয়ালিনি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মনের সেই সেটা উপলব্ধিটাই লিখেছেন ভিডিও-র ক্যাপশনে। এক নজরে দেখে নিন ইয়ালিনির এই মিষ্টি ভিডিওটি। 

আরও পড়ুন সমপ্রেমের গল্প 'কলঙ্কিনী রাধা' শুভশ্রী! ঋতুস্মরণে ইন্দ্রদীপের অনন্য সৃষ্টি 'গৃহপ্রবেশ'

কাজের অবসরে পুরো সময়টাই পরিবারের সহ্গে কাটান রাজ-শুভশ্রী। অভিনেত্রী হিসেবে যেমন পেশাদার ঠিক তেমনই মায়ের দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত মে-মাসে একটি ভিডিও আপলোড করেছিলেন। যেখানে সন্তানদের বিশেষ পাঠও পড়াচ্ছেন তারকা মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টেবিলে বসে খাচ্ছে ইউভান আর ইয়ালিনি। মেয়ের বয়স মাত্র দেড় বছর। এখন থেকেই মেয়েকে সাবলম্বী করছেন শুভশ্রী।

থালায় সাজানো খাবার। ছোট্ট হাতে চামচটাও ঠিক করে ধরতে পারছে না, তবুও মায়ের কথা অনুযায়ী চেষ্টা জারি। শুভশ্রী পাশে দাঁড়িয়ে বলছেন, 'খাও'। যদিও শেষ পর্যন্ত ইয়ালিনি খাবার মুখে তুললেও খেতে আর পারল না। অন্যদিকে খাবার খুটে খাচ্ছে ইউভান। লাস্ট বাট নট ইন লিস্ট, সদ্য স্কুলে যাওয়া শুরু করেছে ছোট্ট ইয়ালিনি। প্রথমদিনের সেই বিশেষ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী। 

আরও পড়ুন দেড় বছরের মেয়েকে দিয়ে এটা কী করাচ্ছেন শুভশ্রী! দেখলে তাজ্জব বনে যাবেন

Subhashree Ganguly Bengali News Raj Chakrabarty