Susmita Roy-Sabyasachi Chakraborty Separted: অনেকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন ঘর ভাঙছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ও পপুলার টিউটিউবার সুস্মিতা রায়ের। স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। স্ত্রীর জন্মদিনে বিবাহবিচ্ছেদ চর্চায় যৌথভাবে সিলমোহর দিলেন দম্পতি। ১ জুলাই সুস্মিতার জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে স্ত্রীকে শেষবারেরল মতো শুভেচ্ছা জানিয়েছেন সব্যসাচী। জন্মদিনে আবেগঘন শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, 'ভাল থাক । বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!' বিচ্ছেদ হলেও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় পিছনে উঁকি মারছে সব্যাসাচী-সুস্মিতার বিয়ের সাজ।
সেলেব দম্পতিদের বিচ্ছেদ নিয়ে চর্চা নতুন কিছু নয়। সেই বিষয়টিকে সামনে রেখে সব্যসাচী চক্রবর্তীর অনুরোধ, 'বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।' এই বিষয়ে সুস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তঁকে পাওয়া যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রিলের সঙ্গী, দেওর ও বন্ধু সায়ক বললেন, 'ওঁদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। গতকালই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও একছাদের নীচেই আছে। মা তো এখনও কিছু জানে না। জানলে কী হবে জানি না। এর আগেও একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল। তখন সব ঠিক হয়ে গিয়েছিল। এবার আর সেটা হল না।' সায়কের সঙ্গে এখন আর রিল ভিডিও-তেও সেভাবে দেখা যায় না সুস্মিতাকে। আগামীতে তাহলে আর দেওর-বউদির সেই ফেমাস জুটি আর কখনও দেখা যাবে না?
আরও পড়ুন চুপিসারে বিয়ের পর ছ'বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদ ঘোষণা 'দুষ্টু কোকিল' খ্যাত গায়িকার
এই প্রশ্নের উত্তরে সায়ক বলেন, 'সেটা এখনও জানি না ও কী করবে। আমার কোনও সমস্যা নেই। একসঙ্গে রিল করতে পারলে ভালই লাগবে।' প্রসঙ্গত, সাধারণ মানুষের নজরে রূপোলি দুনিয়ার সেলেবদের জীবন আর্কলাইটের মতোই রঙিন। কিন্তু, বাস্তবে যে তা নয় সুস্মিতার ডিভোর্স তারই প্রকৃষ্ট উদাহরণ। কিছুদিন আগেও সব্যসাচীর সঙ্গে ছবি-রিল শেয়ার করেছিলেন। কিছুদিনের ব্যবধানে ছবিটা বদলে যাবে সেটা আঁচ করতে পারেনি অনুরাগীরা। এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন সুস্মিতা।
আরও পড়ুন দেড় বছরের দাম্পত্যে ইতি! বিচ্ছেদ গুঞ্জন এড়িয়ে ধারাবাহিকে কামব্যাক প্রসঙ্গে অকপট 'আঁচল' খ্যাত শ্রীপর্ণা