Susmita Roy Health Issue: 'শরীর-মন যতই খারাপ থাকুক...', বিচ্ছেদ ঘোষণার পর আচমকা অসুস্থ! কেমন আছেন বাঙালি অভিনেত্রী?

Bengali Actress Health Update: বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা রায়। পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন। কেমন আছেন সুস্মিতা?

Bengali Actress Health Update: বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা রায়। পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন। কেমন আছেন সুস্মিতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কেমন আছেন সুস্মিতা?

Susmita Roy Health Condition: অনেকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন ঘর ভাঙছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ও পপুলার টিউটিউবার সুস্মিতা রায়ের। স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। স্ত্রীর জন্মদিনে বিবাহবিচ্ছেদ চর্চায় যৌথভাবে সিলমোহর দেন দম্পতি। ১ জুলাই ছিল সুস্মিতার জন্মদিন, জীবনের এই বিশেষ দিনেই বিষাদের সুর! সুস্মিতা-সব্যসাচীর বিচ্ছেদের খবরে মন খারাপ জুটির ভক্তদের। ঠিক একদিন পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। যা দেখে আরও একবার মন ভেঙে যায় অভিনেত্রীর অনুরাগীদের। বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। চিকিৎসকের কাছ থেকে ফিরে কী জানাচ্ছেন অভিনেত্রী?

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানাচ্ছেন,স্পন্ডেলাইসিসের জন্যই বাঁদিকের একটি নার্ভে টান ধরছে। যার জন্য কোমর থেকে পা পর্যন্ত অস্বাভাবিক ব্যথা অনুভব করছেন। একগুচ্ছ ওষুধের সঙ্গে নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অসুস্থতার কথা বলতে গিয়ে ডিভোর্স প্রসঙ্গে উহ্য রেখে বলেছেন, শরীর আর মন যতই খারাপ থাকুক কাজ তো করে যেতেই হবে। অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটারের পাশাপাশি সুস্মিতা একটি সংস্থারও মালিক। তাই তাঁর অধীনে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ-এর কথা ভেবে ভাঙা মন নিয়েই কাজ করছেন। একইসঙ্গে সুস্মিতার মতে, কাজই একমাত্র সব দুঃখ ভুলিয়ে দিতে পারে।

আরও পড়ুন ঘর ভাঙছে বাঙালি অভিনেত্রী ও ইউটিউবারের, জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর সুস্মিতার

Advertisment

কী হয়েছিল সুস্মিতা রায়ের? পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন সুস্মিতা। কোনওভাবেই হাঁটু ভাঁজ করতে পারছেন না। কোমর থেকে ভয়ানক ব্যথা। অসুস্থতার কথা জানানোর পাশাপাশি বন্ধু তালিকায় থাকা চিকিৎসকদর থেকেও পরামর্শ চেয়েছেন, এই পরিস্থিতিতে কী করা উচিত? সুস্মিতা অর্থপেডিক বা অস্থি চিকিৎসকের কাছেই গিয়েছিলেন। সেখান থেকে ফিরে হেলথ আপডেট শেয়ার করেছেন সুস্মিতা রায়। 

আরও পড়ুন বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই গুরুতর অসুস্থ, তড়িঘড়ি চিকিৎসকের কাছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

প্রসঙ্গত, জন্মদিনে বিচ্ছেদ ঘোষণা করার পরও সব্যসাচী শুভেচ্ছাবার্তায় স্ত্রীকে লিখেছিলেন, 'ভাল থাক । বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!' 

 

Bengali Actress