Bengali Actress Health Issue: বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই গুরুতর অসুস্থ, তড়িঘড়ি চিকিৎসকের কাছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

Sum- Susmita Roy Health: অনুরাগীদের। বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা। পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন সুস্মিতা।

Sum- Susmita Roy Health: অনুরাগীদের। বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা। পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন সুস্মিতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রচণ্ড অসুস্থ সুস্মিতা

Susmita Roy Health Condition: অনেকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন ঘর ভাঙছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ও পপুলার টিউটিউবার সুস্মিতা রায়ের। স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। স্ত্রীর জন্মদিনে বিবাহবিচ্ছেদ চর্চায় যৌথভাবে সিলমোহর দেন দম্পতি। ১ জুলাই ছিল সুস্মিতার জন্মদিন, জীবনের এই বিশেষ দিনেই বিষাদের সুর! সুস্মিতা-সব্যসাচীর বিচ্ছেদের খবরে মন খারাপ জুটির ভক্তদের। ঠিক একদিন পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। যা দেখে আরও একবার মন ভেঙে যায় অভিনেত্রীর অনুরাগীদের। বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা। 

Advertisment

পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন সুস্মিতা। কোনওভাবেই হাঁটু ভাঁজ করতে পারছেন না। কোমর থেকে ভয়ানক ব্যথা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সুস্মিতা একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আইকনও বটে। জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। অসুস্থতার কথা জানানোর পাশাপাশি বন্ধু তালিকায় থাকা চিকিৎসকদর থেকেও পরামর্শ চেয়েছেন, এই পরিস্থিতিতে কী করা উচিত? আপাতত সুস্মিতা অর্থপেডিক বা অস্থি চিকিৎসকের কাছেই যাচ্ছন। তবে তাঁর এই সমস্যার জন্য নার্ভের চিকিৎসক দেখাবেন কিনা সেই পরামর্শের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, জন্মদিনে সব্যসাচী শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন, 'ভাল থাক । বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!' বিচ্ছেদ হলেও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় পিছনে উঁকি মারছে সব্যাসাচী-সুস্মিতার বিয়ের সাজ।  

Advertisment

আরও পড়ুন ঘর ভাঙছে বাঙালি অভিনেত্রী ও ইউটিউবারের, জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর সুস্মিতার

সেলেব দম্পতিদের বিচ্ছেদ নিয়ে চর্চা নতুন কিছু নয়। সেই বিষয়টিকে সামনে রেখে সব্যসাচী চক্রবর্তীর অনুরোধ, 'বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রিলের সঙ্গী, দেওর ও বন্ধু সায়ক বললেন, 'ওঁদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। গতকালই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও একছাদের নীচেই আছে। মা তো এখনও কিছু জানে না। জানলে কী হবে জানি না। এর আগেও একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল। তখন সব ঠিক হয়ে গিয়েছিল। এবার আর সেটা হল না।' 

আরও পড়ুন চুপিসারে বিয়ের পর ছ'বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদ ঘোষণা 'দুষ্টু কোকিল' খ্যাত গায়িকার

Bengali Serial Bengali Actress