দক্ষিণী ছবিতে 'ঘন' গানের দৃশ্যে ঝড় তুললেন সায়ন্তনী, রইল ভিডিও

এক সুন্দরী অতৃপ্ত আত্মার ভুমিকায় দক্ষিণী ছবিতে নজর কেড়েছেন বাংলার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। আপাতত ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে তাঁর এই ভূতের ছবির গানের দৃশ্য়।

এক সুন্দরী অতৃপ্ত আত্মার ভুমিকায় দক্ষিণী ছবিতে নজর কেড়েছেন বাংলার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। আপাতত ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে তাঁর এই ভূতের ছবির গানের দৃশ্য়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali beauty Sayantani plays a hot ghost

দক্ষিণী ছবিতে ‘ঘন’ সায়ন্তনী

বাংলার মেয়ে, বাংলার অভিনেত্রী, কিন্তু সম্প্রতি শিরোনামে এসেছেন দক্ষিণে, অর্থাৎ দক্ষিণী ছবিতে। তেলুগু ছবি ‘চিকাটি গাড়িলো চিতাকোথুড়ু’-তে এক সুন্দরী এবং অবশ্যই ‘হট’ ভূতনির চরিত্রে নজর কেড়েছেন তিনি। মার্চ মাসের মাঝামাঝি মুক্তি পেয়েছে এই ছবি, এবং তার পর থেকেই দক্ষিণে বেশ সাড়া ফেলে দিয়েছেন বঙ্গ সুন্দরী। ছবিতে তাঁকে দেখা গিয়েছে এক সুন্দরী অতৃপ্ত আত্মার ভুমিকায়, যে কী না ভূত হলেও কাউকে খুন-জখম করে না, শুধু ‘ভার্জিন’ পুরুষ দেখলে একটু প্রেম করতে চায়!

Advertisment

তা সেই ভূত ঠিক কতটা 'হট' হতে পারে, সেটা ভাল করে বুঝতে গেলে দেখতে হবে অতি সম্প্রতি ইউটিউবে রিলিজ হওয়া ছবির একটি সং সিকুয়েন্স। সায়ন্তনী জানালেন, এই 'ঘন ও ঘনিষ্ঠ' গানের দৃশ্যের শুটিং হয়েছিল শিডিউলের প্রথম দিনেই, এবং এই গানের দৃশ্যই আবার ছবির ক্লাইমাক্স। "আমি একটু চিন্তায় ছিলাম, কাউকে চিনি না, কো-অ্যাক্টর কে জানি না, কিন্তু ইউনিট এত প্রফেশনাল এবং ভাল, যে কোনও অসুবিধে হয়নি। যে গানটার শুট ছিল সেটার মানেটা শুধু বুঝিয়ে দিয়েছিল, আমরা সেই অনুযায়ী অভিনয় করেছি," জানালেন অভিনেত্রী।

Advertisment

বেশ কিছুদিন ছোটপর্দাতে কাজ করলেও সায়ন্তনী মূলত বড়পর্দাতেই কেরিয়ার তৈরি করতে চেয়েছেন। সাম্প্রতিক ‘এক যে ছিল রাজা’ থেকে একটু পিছিয়ে গিয়ে ‘সমান্তরাল’ বা ‘চার দিকের গল্প’ সহ একাধিক বাংলা ছবিতে তাঁকে দেখা গিয়েছে বিশেষ চরিত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেত্রী হিসেবে তাঁকে ঠিকমতো ব্যবহার করা হয় নি বলেই মত ইন্ডাস্ট্রির। ওদিকে এই তেলুগু ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্র কিন্তু তিনিই। বাংলা ছবিতে এখনও তেমন ‘ভাল’, বা বলা ভাল প্রধান চরিত্র, না পাওয়ার দুঃখ একটু হলেও যে আছে, সেটা প্রকাশ পেল কথায় কথায়।

Sayantani in Telegu Movie গানের দৃশ্যে সায়ন্তনী গুহঠাকুরতা

আরও পড়ুন: পায়েল-দ্বৈপায়নের সংসারে ‘ভোরের আলো’

"আমার মনে হয়, দক্ষিণে কাজ করতে গিয়ে আমি খুব সম্মান পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। একজন আর্টিস্টকে কীভাবে সম্মান করতে হয়, ওরা জানে। আর ভাল কাজ করলে, আরও কাজের সুযোগ আছে। যেমন এই ছবিটার পরে আর একটা ছবি নিয়ে ওখানে কথাবার্তা চলছে," জানালেন সায়ন্তনী। তবে আপাতত ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে তাঁর এই ভূতের ছবির গানের দৃশ্য়, যা দেখে নিতে পারেন প্রতিবেদনের সঙ্গে দেওয়া এমবেড লিংকে।

তবে দক্ষিণী ভাষা ইংরাজি হরফে লিখে দিলেও উচ্চারণ ঠিকঠাক হওয়া চাই। না হলে নিশ্চয়ই পরিচালক বা দর্শক ছেড়ে কথা বলবেন না। সায়ন্তনী যে এত অল্প সময়ের মধ্যে সেটা ভালভাবে রপ্ত করেছেন, তা প্রশংসনীয়। আশা করা যায়, বাংলা ছবিতেও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে অচিরেই।

Bengali Cinema