Advertisment

RG Kar Case Verdict: রায় শুনে মনে হচ্ছে আইনের চোখে কালো কাপড়টা রয়েই গিয়েছে: তথাগত মুখোপাধ্যায়

Celeb Reaction On RG Kar Case Verdict: আরজি কর-এ তরুণী চিকিৎসক খুন-ধর্ষণ কাণ্ডে শনিবার শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করল সঞ্জয়কে। এই রায় শুনে কী প্রতিক্রিয়া টলিপাড়ার সেলেবদের?

author-image
Kasturi Kundu
New Update
vfff

আরজি কর কাণ্ডের রায়ে সেলেবদের মতামত

RG Kar Case: ৯ অগাস্ট সেই অভিশপ্ত রাত। আরজি কর-এ কর্মরত জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের সেই ভয়াবহ ঘটনা। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে আছড়ে পড়েছিল আন্দোলনের আঁচ। নির্যাতিতা মৃত চিকিৎসকের বিচারের আশায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। বিদেশেও চলেছে প্রতিবাদ। জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা পথে নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন। বিচারের দাবিতে অনশন পর্যন্ত করেছেন। কিন্তু, তবুও এক-একটা করে দিন কেটে যাচ্ছিল, কিন্তু বিচার মিলছিল না। একমাত্র মেয়ের জীবনের এই করুণ পরিণতি যার জন্য তা সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন তিলোত্তমার মা-বাবা। 

Advertisment

তরুণী চিকিৎসকের মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করেছিল। পাঁচ মাস পর সেই একই রায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারও। সিবিআইয়ের উপর ভরসা করা ভুল হল? শনিবার শিয়ালদহ আদালতের রায়ের পর সংবাদমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া টলিউড তারকাদের। আরজি কর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন টেলি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ময়দানে নেমে যেমন প্রতিবাদ করেছেন, তেমনই সুর চড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেও। শনিবার শিয়ালদহ শিয়ালদহ আদালতের রায়ের পর ক্ষোভ-হতাশা উগরে দিলেন তাঁর পোস্টে।

ঊষসী লিখেছেন, 'গল্পের শেষ কথা: কিছু করেই কিছু হবে না! প্রচণ্ড দুঃখ হচ্ছে। হতাশ লাগছে। আমার চারপাশে যা হচ্ছে তা দেখে আমি ভাষা হারিয়ে ফেললাম।' আরজি কর আন্দোলনে ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে আন্দোলনে সামিল হয়েছিলেন পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। শনিবার রায় ঘোষণার পর ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তথাগত বলেন, 'আমি সবসময় চেয়েছি সঠিক বিচার হোক। আসল অপরাধী ধরা পড়ুক। সত্যি যে অপরাধী সে ধরা পড়ল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।'

Advertisment

তথাগত যোগ করেন,'যে রায়টা বেরল সেটায় আমরা কেউই যেন পুরোপুরি স্বস্তি পেলাম না। আমরা যাঁরা দূর থেকে বিষয়টা দেখেছি, লেখালেখি পড়েছি তাঁদের মনে হয়েছে ঘটনায় একজন নয় অনেকের জড়িয়ে থাকার সম্ভবনা রয়েছে। তিলোত্তমার তদন্তের সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত, তাঁদের কথাতেও বারবার এটাই মনে হয়েছে যে একাধিক অপরাধী রয়েছে।' 

পরিচালক-অভিনেতার সংযোজন, সেই জায়গায় যদি একজনকে দোষী সাব্যস্ত করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। গোটা বিচারব্যবস্থায় সত্যিই হতাশ লাগছে। আইনের চোখে আগে সবসময় একটা কালো কাপড় পরানো থাকত। যদিও পরে সেটা সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আজকের রায় শুনে মনে হচ্ছে, কালো কাপড়টা সেই রয়েই গেল। অনেক অপরাধী হয়ত ছাড়া পেয়ে গেল।'

চালচিত্রে পুতুলের চরিত্র এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি নান আদার দ্যান তানিকা বসু। এই রায় ঘোষণার পর মন খারাপ অভিনেত্রীর। তানিকার কথায়, 'আমি এতটাই হতাশ যে আর কিছু বলতেই চাই না। আর বলে কোনও লাভ হবে না। এত হতাশ আগে কখনও লাগেনি।'

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠেও আরজি কর কাণ্ডের প্রতিবাদের সুর শোনা গিয়েছিল। শনিবার রায় ঘোষণার পর কী বলছেন তিনি? কমলেশ্বরের কথায়, 'বিচারব্যবস্থার উপর তো অবিশ্বাস করা যায় না। বিচার তো তদন্তের উপর নির্ভর করে। তদন্তে যা পাওয়া গিয়েছে তার উপর বিচার নির্ভর করে। তার ভিত্তিতেই মাননীয় আদালত রায় দিয়েছে। তদন্ত তো এখনও চলছে।  সম্পূর্ণ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্ত হোক এটাই চাই। ' 

তিনি আরও বলেন, 'সাধারণ নাগরিক পথে নেমেছে। তাঁদের একটা মাতমত হয়ত আছে। কিন্তু, বিচার তো তদন্তের উপরই হবে। তাই আমার বা আর পাঁচজনের এই রায় নিয়ে কী মত সেটা এখন আর গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই মর্মান্তিক ঘটনা নারী নিরাপত্তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। ভবিষ্যতে এমন ঘটনার প্রতিকার হওয়া উচিত। সরকারী সংস্থার উপরই তার দায় বর্তায়।'

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Bengali News Bengali Film Industry RG Kar Medical College RG Kar Case RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment