Advertisment
Presenting Partner
Desktop GIF

Bengali Cinema: বাংলা ছবি 'ঘটিয়া'? 'উৎসাহহীন! জাতে ওঠা গেল..', অনুরাগকে খোঁচা শিবপ্রসাদ-কমলেশ্বরদের

Bengali cinema Controversy: অনুরাগকে তুলোধোনা পরিচালকদের। কী বলছেন তারা?

author-image
Anurupa Chakraborty
New Update
anurag kashyap, kamaleshwar mukherjee, shiboprasad mukherjee

Anuruag Kashyap- বাংলা সিনেমাকে ঘটিয়া বলতেই তেড়েফুঁড়ে উঠলেন পরিচালকরা

বাংলা ছবিকে অপমান! তাঁকে ঘটিয়া অর্থাৎ জঘন্য বলে উল্লেখ? হিন্দি ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের একটি মন্তব্য বাংলার সিনেপ্রেমীদের শিরদাঁড়ায় আঘাত করেছে। নানা মানুষ নানা মন্তব্য করেছেন। বাদ পড়েননি বাংলা ছবির পরিচালকরাও।

Advertisment

ঠিক কী বলেছিলেন অনুরাগ?

কলকাতায় ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠানে অনুরাগ কাশ্যপ ঠিক এমনি মন্তব্য করেন যে একসময় বাংলা সিনেমা মাউন্ট এভারেস্টের উচ্চতায় ছিল। সেখান থেকে গ্রাউন্ড ফ্লোরে পড়েছে। মানুষ, বাংলা ছবি দেখবেন কেন! বাংলা ছবি ঘটিয়া। হিন্দি ছবির মানও পড়েছে। তবে, সেটা সেকেন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে পড়ার মতো। তাঁর এই বক্তব্যর পর থেকেই যেন রোষানলে পরিচালক।

এমন একজন যিনি 'গ্যাংস অফ ওয়াসেপুরের' মত ছবি উপহার দিয়েছেন, তাঁর মুখে এই কথা শুনে রেগে আগুন বেশিরভাগ পরিচালক। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করেছেন। বাংলায় যেখানে এখন কনটেন্টের ওপর নজর দেওয়া হয়, নানা গল্পের বাঁধনে দৃশ্যপট সাজানো হয় সেখানে এসে এমন উক্তি? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রশ্ন শুনেই তিনি হেসে ফেলেন।

আরও পড়ুন - Rachana Banerjee-CM: দিদি কি আসছেন রচনার শোয়ে? বড় খবর দিলেন ‘দিদি নম্বর ওয়ানের’ সঞ্চালিকা…

উত্তরে বলেন, "কী বলব আমার এই নিয়ে কিছু বলার নেই। আমার উনার এই মন্তব্য নিয়ে কোনও উৎসাহ নেই। আমরা যারা বাংলার পরিচালক তারা জানি, আমরা কী কাজ করছি। নিজেদের কাজ করতে এসেছি আমরা। কে কী বলল সেই নিয়ে তো ভাবনা চিন্তার প্রয়োজন নেই। যে যা পারছে, এই শহরে এসে বলে চলে যাচ্ছে। নিজেদের কাজ করি আমরা। ব্যস! যা খুশি বলতে পারে। আনন্দ পেলে পাক!"

অন্যদিকে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাষা দিবসের দিন এই বিষয়ে কলম ধরলেন। পরিচালক হিসেবে বাংলা ছবিকে ঘটিয়া হিসেবে শোনাটা, তাঁর কাছে কেমন? পরিচালক খোঁচা মেরে লিখলেন...

আরও পড়ুন - Anurag Kashyap: অনুরাগের ‘ছোঁয়ায়’ বাংলা ছবির অধঃপতনের হাল-হকিকত

"এই মাতৃভাষাদিবসে এভারেস্টের চূড়া থেকে সশব্দে পিছলে পড়ে গরীব বঙ্গসংস্কৃতির বুকে জড়িয়ে ধরা একমাত্র খেতাব - 'ঘাটিয়া'। যাক! জাতে ওঠা গেলো।" বাংলা ছবিকে একসময় বিশ্বদরবারে নিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মত পরিচালকরা। সেই হিসেবে দেখা গেলেও বর্তমানে দক্ষিণী ছবির রমরমার পাশে অনেকটাই ফিকে বাংলা ছবি। কিন্তু, থেমে থাকার সময় নেই। বরং, নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। ইতিমধ্যে, কাজ শুরু করেছেন পরিচালকরা। রাজ চক্রবর্তী হোক কিংবা শিবপ্রসাদ মুখোপাধ্যায় অথবা সৃজিত মুখোপাধ্যায়, নিজেদের পরবর্তী ছবির শুটিং শেষ করে ফেলেছেন। বাকিটা সময়ের অপেক্ষা।

bollywood tollywood kamaleswar mukharjee Shiboprosad Mukherjee Anurag Kashyap Entertainment News
Advertisment