Bengali Film New Regulations: বাংলা ছবির মর্যাদা ফেরাতে রাজ্যের বড় সিদ্ধান্ত, নতুন আইনে কী কী বলা হল?

Bengali Film Industry: আর আজ যে মিটিং করা হয়েছিল, সেখানে বেশ কিছু বিষয় ধার্য করা হয়েছে। সিনে দুনিয়ার মঙ্গল করতেই, এই ধরনের নিয়মাবলী ধার্য করা হয়েছে কিনা, সেটা তো সময় বলবে।

Bengali Film Industry: আর আজ যে মিটিং করা হয়েছিল, সেখানে বেশ কিছু বিষয় ধার্য করা হয়েছে। সিনে দুনিয়ার মঙ্গল করতেই, এই ধরনের নিয়মাবলী ধার্য করা হয়েছে কিনা, সেটা তো সময় বলবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengali film new rules

যা যা জানা গেল আজকের বৈঠকে... Photograph: (এক্সপ্রেস ফটোঃ পার্থ পাল)

 বাংলায় বাংলা সিনেমা চালানো যাবে না? পশ্চিমবঙ্গে হিন্দি ছবি রিলিজ করলে, সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া চারটে শো তাদের লাগবে! আসন্ন রিলিজ ধুমকেতু এবং বেলার। এছাড়াও পুজোর সময় রিলিজ আছে বেশ কয়েকটি বাংলা ছবির। যেহেতু আগামীকাল রিলিজ করছে ওয়ার টু, যশ রাজ ফিল্মসের ব্যানারে,  এই বড় ছবির ডিস্ট্রিবিউটরদের তরফে জানানো হয়েছিল, তাঁরা নাকি সিঙ্গেল স্ক্রিনে চারটে শো নিজেদের নামে রাখতে চান। যে কারণেই শুরু হয় জল ঘোলা। কিছুদিন আগেই নন্দনে একটি মিটিং ডাকা হয়। সেদিন উপস্থিত ছিলেন সেখানে দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও আরো অন্যান্য।

Advertisment

আর আজ যে মিটিং করা হয়েছিল, সেখানে বেশ কিছু বিষয় ধার্য করা হয়েছে। সিনে দুনিয়ার মঙ্গল করতেই, এই ধরনের নিয়মাবলী ধার্য করা হয়েছে কিনা, সেটা তো সময় বলবে। আজ, বেশ কিছু বড় শিল্পীদের উপস্থিতিতে নানা কিছু হয়েছে তথ্য এবং সংস্কৃতি মন্ত্রকের তরফে। কী কী বলা হয়েছে আজ? যে নিয়মাবলীর তালিকা দেখা যাচ্ছে, তাতে যা বলা হয়েছে...

এক্সপ্রেস  ফটোঃ পার্থ পাল
Advertisment

বাংলা চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ ও উৎসাহিত করতে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা বাধ্যতামূলক প্রদর্শনের বিষয়টি বিবেচনা করছিল। এখন, বিষয়টির সব দিক পর্যালোচনা করে এবং পশ্চিমবঙ্গ সিনেমা (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫৪-এর ধারা ৫-এর উপধারা (৩)-এর অধীনে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে, রাজ্যপাল রাজ্যের সকল লাইসেন্সধারীর জন্য নতুন নির্দেশ জারি করেছেন।

Dev and Shubhashree: ম্যাচিং লাল পোশাকে বড়মার দরবারে দেব-শুভশ্রী, একসঙ্গে মন্ত্রোচ্চারণ করলেন দেশু

এই নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরের প্রতিটি দিন (৩৬৫ দিন) অন্তত একটি বাংলা সিনেমা প্রাইম টাইমে প্রদর্শন করা বাধ্যতামূলক। প্রাইম টাইম বলতে বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে অনুষ্ঠিত শোগুলিকে বোঝানো হয়েছে।

পাশাপাশি, পশ্চিমবঙ্গ সিনেমা (পাবলিক প্রদর্শনের নিয়ন্ত্রণ) বিধি, ১৯৫৬-তে প্রয়োজনীয় সংশোধন যথাসময়ে করা হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এবং পুরোনো মিটিংয়ে এমন বলা হয়েছিল, বাংলা ছবিকে অন্যান্য ছবির সঙ্গে সঙ্গে প্রাইম টাইমে শো দিতেই হবে।

Bengali Cinema Bengali Actor bengali