/indian-express-bangla/media/media_files/2025/08/13/dev1-2025-08-13-16-12-25.png)
বড়মার কাছে দেশু...
আগামীকাল রিলিজ করতে চলেছে দেব এবং শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। এই ছবি নিয়ে দুই অভিনেতার থেকেও বেশি উত্তেজিত তাঁদের ভক্তরা। এই ছবি যে বাংলা সিনেমায় মাইলস্টোন হতে চলেছে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। দেব এবং শুভশ্রী জানিয়েছিলেন, তাঁরা নাকি বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন ছবি রিলিজের আগে। আর যেভাবে গেলেন তাঁরা, সেই নিয়েও শুরু হল আলোচনা...
দুজনের পরনে ম্যাচিং পোশাক। সাধারণত হিরো এবং হিরোইনের পোশাক ম্যাচিং করাই থাকে, তবে বাস্তবের জীবনে তাঁরা যে এভাবে ম্যাচ করে পোশাক পড়বেন, যেন ভাবাও যায় না। দুজনেই লাল রঙের পোশাক ধরা দিলেন। একই গাড়ি থেকে নেমে তাঁরা মন্দিরের দিকে রওনা দিলেন। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দেব পড়েছেন লাল রঙের পাঞ্জাবি এবং শুভশ্রীর পরনে লাল রঙের শাড়ি। পাশাপাশি বসে তাঁরা মাতৃমন্দিরে পুজো দিলেন। ঈশ্বরের কাছে মন ভরে আশীর্বাদ চাইলেন তাঁরা। এছাড়াও দেখা গেল গল্পে মশগুল দুই তারকা।
পাশাপাশি বসে পুজো দিলেন যেমন, তেমন দুই পুরোনো বন্ধুকে হাসাহাসি করতে এবং গল্প করতেও দেখা গেল। এর আগে বহু তারকারা গিয়েছিলেন বড়মার কাছে, কিন্তু এমন সুন্দর জুটিকে এভাবে দেখে ভক্তদের আনন্দ ধরছে না। সহজ ভাষায় যাকে পিকচার পারফেক্ট বলে। একদিকে মায়ের প্রণাম মন্ত্রপাঠ করেছেন তাঁরা, অন্যদিকে তাঁদের দেখতে উপচে পড়া ভিড়। দেব শুভশ্রী মন্দিরে ঢুকেই বড়মার সামনে হাতজোড় করে প্রণাম করলেন। আগামীকালের রিলিজ নিয়ে তাঁদের উন্মাদনার শেষ নেই। বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে তাঁদের জুড়ি মেলা ভার।
ভক্তরা যা বলছেন...
তাঁদের কথায়, তাঁদের দেখেও ভাল লাগছে। আবার কেউ বললেন, মান অভিমানের পালা মিটিয়ে যে এরা একসঙ্গে এসেছেন, এটাই তো অনেক। আবার কেউ বললেন, দেখেই ভাল লাগে, যেন আসলেই কাপল তাঁরা।