Advertisment
Presenting Partner
Desktop GIF

বুদ্ধদেব দাশগুপ্তর হাত ধরেই শুরু হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব

এবারের চলচ্চিত্র উৎসব বিশেষ কারণ বাংলা সিনেমা একশ বছরের সম্মান পেতে চলেছে। ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। প্রসাদ ল্যাব থিয়েটারে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল।

author-image
IE Bangla Web Desk
New Update
haydrabad film fstival

বুদ্ধদেব দাশগুপ্ত। ফোটো- ফেসবুক

বৃহস্পতিবার থেকে শুরু হল ষষ্ঠ হায়দরাবাদ বাঙালি চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবের সূচনা করবেন বুদ্ধদেব দাশগুপ্ত, সঙ্গে থাকছেন দক্ষিণী অভিনেতা নার্গাজুনা। তবে এবারের চলচ্চিত্র উৎসব বিশেষ কারণ বাংলা সিনেমা একশ বছরের সম্মান পেতে চলেছে। ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। প্রসাদ ল্যাব থিয়েটারে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল।

Advertisment

হায়দরাবাদের এই ফেস্টিভ্যালের উদ্বোধনী ছবি 'উড়োজাহাজ'। এছাড়াও বাঙলার প্রায় এগারোটা ছবি দেখানো হবে। তাদের মধ্যে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘কেদারা’, ইন্দ্রনীল ঘোষের ‘শিরোনাম’, সুব্রত সেনের ‘মানব মানবী’, অর্জুন দত্তের ‘অব্যক্ত’, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’, শৈবাল মিত্রের ‘তখন কুয়াশা ছিল’, প্রতীম ডি গুপ্তর ‘আহারে মন’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মুখোমুখি’ ও রঞ্জন ঘোষের ‘আহারে’, সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ’র ছবি ‘শ্রাবণের ধারা’।

আরও পড়ুন, ‘টাইপরাইটার’-এ এভাবেই ধরা দিলেন যিশু সেনগুপ্ত

বাংলাদেশেরও অনেক ছবি প্রদর্শিত হলে চলচ্চিত্র উৎসবে। ইতি তোমার ঢাকা দেখানো হবে সিনেমা মেলায়। এছাড়াও হিন্দিতে দেখানো হবে বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের দ্য 'ভায়োলিন প্লেয়ার', সঞ্জয় নাগের ছবি ‘ইয়োরস্ ট্রুলি’। এদিকে প্রথমবার ভারতে প্রিমিয়ার হচ্ছে শৈবাল মিত্রের 'তখন কুয়াশা ছিল'-র। কাশ্মিরী ছবি 'দ্য হাফ উইডো'-ও রয়েছে ছবির তালিকায়। প্রসঙ্গত, কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল এই ছবি। দেশে-বিদেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ভাষার ছবি প্রদর্শিত হবে হায়দরাবাদ বাঙালি চলচ্চিত্র উৎসবে।

tollywood Bengali Cinema
Advertisment