Advertisment
Presenting Partner
Desktop GIF

ফ্লোরে 'আকাশ অংশত মেঘলা', দেখুন শুটিংয়ের কাহিনি

স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোটগল্প, ‘পতাকার কাপড়’ এবং ‘মেরুদণ্ড’ অবলম্বনে তৈরি হয়েছে চিত্রনাট্য। শুটিং চলছে জয়দীপ মুখোপাধ্যায়ের ছবি 'আকাশ অংশত মেঘলা'র।

author-image
IE Bangla Web Desk
New Update
akash angshata meghla

এই ছবি দিয়েই টলিউডে ডেবিউ করতে চলেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ফোটো- পিএসএস

বিগত কয়েকদিনের আবহাওয়ার সঙ্গে কেমন যেন মিলে গেল ছবির শুটিংয়ের সময়। শুটিং চলছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ছবি 'আকাশ অংশত মেঘলা'-র। অনেকবার শুনেছেন কোনও রেডিও বা টিভি চ্যানেলে আবহাওয়ার পূর্বাভাস। তবে এখানে দৈনন্দিন চাওয়া-পাওয়ার গল্প বলতে চেয়েছেন পরিচালক। সেই গল্পই তাঁর প্রথম ছবিতে সামনে আসতে চলেছে বাস্তবের প্রেক্ষাপটে।

Advertisment

publive-image ছবিতে রসময় বাগচীর ভূমিকায় অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। ছবি: পিএসএস

publive-image পর্দায় রাহুল (অনির্বাণ)-এর প্রেমিকার চরিত্রে বাসবদত্তা। ছবি: পিএসএস

আরও পড়ুন, ফের প্রেমের গল্প বলতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী ও কন্যাকে নিয়ে সমস্যায় পড়েন রসময়। তাঁর এতদিনের রাজনৈতিক চিন্তা বাস্তবের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোটগল্প, ‘পতাকার কাপড়’ এবং ‘মেরুদণ্ড’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

publive-image ছবিতে আনন্দীর ভূমিকায় বাসবদত্তা। ছবি: পিএসএস

publive-image চাকরির খোঁজে দরজায় দরজায় ঘুরছে অনির্বাণ (রাহুল)। ছবি: পিএসএস

publive-image ছবির একটি দৃশ্যের শুটিংয়ে বাসবদত্তা ও রাহুল। ছবি: পিএসএস

আরও পড়ুন, প্রতিবাদ চলছেই, পরবর্তী পদক্ষেপের প্রস্তুতিতে টিম ‘ভবিষ্যতের ভূত’

অনির্বাণ চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সমাজের বেড়াজালে আর দুর্নীতিতে সবটাই কঠিন হয়ে পড়ে। এদিকে তার প্রেমিকা আনন্দীর বাড়িও প্রোমোটার নিয়ে নিতে চান। পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে অনির্বাণ ও আনন্দীর জীবনকে?

publive-image 'আকাশ অংশত মেঘলা' ছবিতে রসময়ের স্ত্রীর চরিত্রে অঙ্কিতা। ছবি: পিএসএস

publive-image ছবির দৃশ্যে রুদ্রনীল ঘোষ। ছবি: পিএসএস 


কথামতো ফেব্রুয়ারিতেই শেষ হল ছবির শুটিং। কলকাতা ও তার আশেপাশের জায়গাতেই শুটিং হয়েছে 'আকাশ অংশত মেঘলা'র। সবকিছু ঠিক থাকলে এবছরেই মুক্তি পেতে পারে জয়দীপ মুখোপাধ্যায়ের ছবি।

tollywood Rudranil Ghosh rahul banerjee
Advertisment