/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/sagardwiper-final.jpg)
'সাগরদ্বীপের যকের ধন' ছবির পোস্টার।
ছবির কলাকুশলীরা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রকাশ্যে আসতে চলেছে 'সাগরদ্বীপে যকের ধন' ছবির প্রথম পোস্টার। কথা মতো মুক্তি পেল পরমব্রত-কোয়েল-গৌরবের ছবির ফার্স্টলুক। হেমলক সোসাইটি-র পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় আসছেন পরম-কোয়েল। নেপথ্য নায়ক সায়ন্তন ঘোষাল।
টলিউডের রহস্য রোমাঞ্চে ভরা ছবি বানানোর জন্য খ্যাতি রয়েছে সায়ন্তনের। তাঁরই ডেবিউ ছবির ছিল 'যকের ধন', সাড়া ফেলে দেওয়া সেই ছবিরই সিক্যুয়েল 'সাগরদ্বীপে যকের ধন'। সায়ন্তনের ছবি 'আলিনগরের গোলকধাঁধা'-ও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। অ্যাডভেঞ্চার ছবি তৈরি করতে ভালবাসেন পরিচালক।
আরও পড়ুন, কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রাই বচ্চন, ছবিতে উন্মত্ত ভক্তকুল
সিকিম, থাইল্যান্ড এবং কলকাতার শুটিং হয়েছে এই ছবির। থাইল্যান্ডে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেছিলেন, “অভিজ্ঞতাটা আউটস্ট্যান্ডিং! যেসব জায়গায় সাধারণত পর্যটকরা যান না, সেরকম লোকেশনে শুট করেছি থাইল্যান্ডে। প্রাণ নিয়ে কলকাতায় ফিরেছি প্রত্যেকে, এটাই অনেক। জলের নীচে শুটিং হয়েছে, কিছু স্টান্টও রয়েছে।”
Get ready for all the adventure & thrill this Summer with ... #SagardwipeyJawkerDhan ✨????✨???? @SurinderFilms@sayantanghosal@paramspeak@C_Gaurav@Meemo_musicpic.twitter.com/SBJvrnmERW
— Koel Mallick (@YourKoel) May 21, 2019
ছবিতে বিমল পরমব্রত চট্টোপাধ্যায়। কুমারের চরিত্রে রাহুলের পরিবর্তে ছবিতে এসেছে গৌরব চক্রবর্তী। এডিট ও ভিএফএক্সে দর্শকদের চমকে দিতে চলেছেন পরিচালক। ছবির ভিস্যুয়াল এফেক্টের কাজ শেষ করতেই প্রায় পাঁচ-ছ মাস লেগে গিয়েছে। 'সাগরদ্বীপে যকের ধন'-এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সঙ্গীতের দায়িত্ব রয়েছে মিমোরই কাঁধে।
ছবিতে পরমব্রত, কোয়েল ও গৌরব ছাড়াও রয়েছেন কৌশিক সেন, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক এবং শান্তিলাল মুখোপাধ্যায়েরা। এই বছরেই মুক্তি পেতে চলেছে সায়ন্তন ঘোষালের 'সাগরদ্বীপে যকের ধন'।