Advertisment
Presenting Partner
Desktop GIF

শেষ হচ্ছে 'জয়ী'! রইল এই সপ্তাহের সেরা দশ তালিকা

Bengali Television TRP: এই সপ্তাহের সেরা দশ তালিকার শীর্ষস্থানে রয়েছে কৃষ্ণকলি এবং খুব বেশি রদবদল নেই। চতুর্থ ও সপ্তম স্থানে রয়েছে দুটি করে ধারাবাহিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali serial Joyee Bengali television TRP best 10 list

ঋভু ও জয়ী। ছবি: জি বাংলা ফেসবুক পেজ থেকে

Bengali Television TRP: প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় বিগত সপ্তাহের টিআরপি ফলাফল। কিন্তু সদ্যসমাপ্ত সপ্তাহে দুটি পাবলিক হলিডে-র কারণে টেলিপাড়ায় ১৫+ আরবান টিআরপি তালিকার ফলাফল এল বেশ খানিকটা দেরিতে। এবারের টিআরপি তালিকাতেও শীর্ষস্থানে রয়েছে কৃষ্ণকলি 'কৃষ্ণকলি' (১০.৩) ও দ্বিতীয় স্থানে রয়েছে 'ত্রিনয়নী' (৯.১)

Advertisment

সেরা দশের অবশিষ্ট তালিকাতেও খুব বেশি রদবদল কিছু হয়নি। এই মাসের শেষ থেকে ও আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত আসছে মোট চারটি ধারাবাহিক-- 'কুঞ্জছায়া', 'দুর্গা দুর্গেশ্বরী', 'এখানে আকাশ নীল' এবং 'আলোছায়া'। নতুন চারটি ধারাবাহিক শুরু হলে তার প্রভাব অবশ্যই পড়বে এই তালিকায়। এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৮.১)।

আরও পড়ুন: কোনওদিন মানুষ চাইলেও কিন্তু ‘পারি’-কে ভুলতে পারবে না: অপরাজিতা

TRP topper Bengali serial Krishnakoli 'কৃষ্ণকলি' ধারাবাহিকের একটি দৃশ্য। ছবি সৌজন্য: জি বাংলা

চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক-- 'জয় বাবা লোকনাথ' ও 'বকুলকথা', ৭.৭ রেটিং নিয়ে। আর পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৭.৩)। নীচে রইল সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- 'নেতাজি'-- ৬.৯
সপ্তম-- 'সৌদামিনীর সংসার'-- ৬.৪
অষ্টম-- 'রানু পেল লটারি' ও 'কে আপন কে পর'-- ৫.৯
নবম-- 'শ্রীময়ী'-- ৫.৬
দশম-- 'জয়ী'-- ৫.৩

জি বাংলা-র অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'জয়ী' এবার শেষের পথে। একটা সময়ে টিআরপি টপারও থেকেছে এই ধারাবাহিক এবং শীর্ষস্থান থেকে সরে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে টিআরপি সেরা দশে নিজের জায়গাটি বজায় রেখেছে। এবার গল্প শেষের পালা। শেষবেলায় আসছে নতুন একটি ট্র্যাক যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অলকানন্দা গুহ। ২০ অগাস্ট থেকে এই নতুন ট্র্যাকের সম্প্রচার শুরু হবে।

আরও পড়ুন, বাবার হাত ধরে শুটিং ফ্লোরে ‘লক্ষ্মী ছেলে’

Alokananda Guha in Joyee 'জয়ী'-তে আসছেন অলকানন্দা গুহ। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

'জয়ী'-র পূর্ব প্রতিদ্বন্দ্বী সৌমির ভূমিকায় দেখা যাবে অলকানন্দাকে। এই চরিত্রটিকে কেন্দ্র করেই জয়ী-র জীবনে শুরু হতে চলেছে নতুন ক্রাইসিস। সেখান থেকেই গল্পের অন্তিম পর্যায়ে পৌঁছবে ধারাবাহিকটি এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: টেলিপর্দায় একসঙ্গে এবার শ্রাবন্তী ও সোহম

এই সপ্তাহে স্টার জলসা-র দুটি ধারাবাহিক রয়েছে টিআরপি সেরা দশে-- 'কে আপন কে পর' ও 'শ্রীময়ী'। দ্বিতীয় ধারাবাহিকটি বিগত কয়েক সপ্তাহ ধরেই ভাল রেটিং রেখেছে। টিআরপি সেরা দশে জায়গা পাকা করে ফেলার সম্ভাবনাও প্রবল। তবে আগামী মাস থেকে স্টার জলসা-র নতুন ধারাবাহিকগুলির সম্প্রচার শুরু হলে অবশ্য কী ঘটবে তা এখন থেকে বলা সম্ভব নয়। নীচে রইল ১৫+ আরবান টিআরপি তালিকা অনুযায়ী শুধুমাত্র স্টার জলসা-র সেরা পাঁচ ধারাবাহিকের তালিকা--

প্রথম-- 'কে আপন কে পর'-- ৫.৯
দ্বিতীয়-- 'শ্রীময়ী'-- ৫.৬
তৃতীয়-- 'ফাগুন বউ'-- ৪.৩
চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ'-- ৪.১
পঞ্চম-- 'সাঁঝের বাতি'-- ৪.০

Bengali Serial Bengali Actress Bengali Television
Advertisment