/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-14-02-21.jpg)
এক নজরে টিআরপি লিস্ট
Bengali Serial TRP Thik Week: নিয়ম মাফিক লক্ষ্মীবারে হাতে এল চলতি সপ্তাহেও হাতে এসে গেল বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক দর্শককে বেশি প্রভাবিত করল বা কোন মেগা কাকে টেক্কা দিল নম্বরের ভিত্তিতে হয় তারই বিচার। ১১ সেপ্টেম্বর অর্থাৎ গত সপ্তাহে প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছিল 'পরশুরাম আজকের নায়ক'। চলতি সপ্তাহে ফের নিজের জায়গা দখল করেছে এই ধারাবাহিক। পয়লা স্থান ছিনিয়ে নিল 'পরশুরাম আজকের নায়ক'। প্রাপ্ত নম্বর ৬.৫। উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রথম পাঁচে জোড়া সাফল্যের ছড়াছড়ি। এক নজরে দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকাটা ঠিক কেমন?
গত সপ্তাহে পরশুরামকে হারিয়ে বেঙ্গল টপার হওয়া পরিণীতা এবার দ্বিতীয় স্থানে। দোসর রাণী ভবানী। ৬.৩ পয়েন্ট সহযোগে দ্বিতীয় স্থানে দুই ধারাবাহিকের জোড়া সাফল্য। তৃতীয়ে একা বিরাজমান 'জগদ্ধাত্রী '। গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে বেশ খানিকটা নম্বর বেড়ে চতুর্থ থেকে তৃতীয় স্থানাধিকারী এই মেগা। স্বয়ংভূ-জ্যাস সান্যালের ঝুলিতে এল ৬.১ পয়েন্ট। চতুর্থে তো আবার ত্রয়ীর কামাল। একসঙ্গে চতুর্থ স্থানে তিনটি ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে 'ফুলকি', 'চিরসখা' ও 'রাঙামতি তিরন্দাজ'। তিনটি মেগার প্রাপ্ত নম্বর ৬.০।
আরও পড়ুন পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস রাণী ভবানী-চিরসখার, জোড়া সাফল্যে কিস্তিমাত! TRP-তে প্রথম পাঁচে কারা?
গত সপ্তাহের টিআরপি রিপোর্টের সঙ্গে তুলনা করলে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে রাঙামতি তিরন্দাজ। দ্বিতীয় স্থান থেকে ছিটকে সোজা চতুর্থে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিক। আর পঞ্চম থেকে চতুর্থে উঠে এসেছে ফুলকি। তবে টিআরপি তালিকার পঞ্চমে কিন্তু, বিরাট ধামাকা। ৫.৮ পয়েন্ট নিয়ে প্রথম পাঁচের শেষে রয়েছে 'আমাদের দাদামণি'।
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, প্রথম স্থান থেকে ছিটকে গেল পরশুরাম, কে হল বেঙ্গল টপার?
সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জে তোলপাড় করা তিনদিনের পর্ব একেবারে চেটেপুটে উপভোগ করেছে দর্শক। এরপরই টিআরপি-তে পঞ্চম স্থান দখল করল এই মেগা। রয়েছে আরও এক মেগা, চিরদিনই চিরদিনই তুমি যে আমার। গত সপ্তাহের পর চলতি সপ্তাহেও পঞ্চমে অটুট আর্য-অপর্ণার অন স্ক্রিন কেমেস্ট্রি। দুই ধারাবাহিকের প্রাপ্তি ৫.৮ পয়েন্ট।