/indian-express-bangla/media/media_files/2025/08/14/cats-2025-08-14-13-22-42.jpg)
TRp-তে চমক
Bengali Serial TRP Thik Week: প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি তালিকা নিয়ে উদগ্রীব টেলিপাড়ার কলাকুশলীরা। দর্শকের এই রেটিং নিয়ে মাথাব্যথা একেবারেই নেই, কিন্তু শিল্পীদের কাছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লক্ষ্মীবার মানেই রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। প্রতি বৃহস্পতিবারই নম্বরের ভিত্তিতে সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোনও সিরিয়ালের ঝুলিতে আসে একটু কম পয়েন্ট তো কোনও ধারাবাহিক আবার সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে ছিনিয়ে নেয় বেঙ্গল টপারের তকমা। গত সপ্তাহেই পরশুরামের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে রাণী ভবানি। চলতি সপ্তাহেও এর ব্যতিক্রম হল না।
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, প্রথম স্থান থেকে ছিটকে গেল পরশুরাম, কে হল বেঙ্গল টপার?
স্বাধীনতা দিবসের সপ্তাহে ফের বেঙ্গল টপারের মুকুট উঠল রাণী ভবানী রাজ নন্দিনীর মাথায়। ৭.১ পয়েন্ট নিয়ে পরশুরামকে টেক্কা দিয়ে প্রথম স্থানাধিকারী স্টার জলসার এই নতুন ধারাবাহিক। উল্লেখ্য, সোমবার থেকে রানীর রাজপাটে যোগ দিয়েছেন রাজা রাজবল্লভ ওরফে সায়ক চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। এই ধারাবাহিকেকর ঝুলিতে এসেছে ৬.৭।
আরও পড়ুন হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পরিণীতা-জগদ্ধাত্রী-রাণী ভবানীর, কত পেল স্বতন্ত্র-কমলিনীর প্রেম?
গত সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করেছিল পরিণীতা, কিন্তু এই সপ্তাহে প্রথম পাঁচে ঠাঁই পেল না এই মেগা। এদিকে কমলিনী-স্বতন্ত্র স্বাধীনভাবে প্রেমের ছাড়পত্র পেতেই বাজিমাত। টিআরপি তালিকার প্রথম তিন গ্র্যান্ড এন্ট্রি চিরসখা ধারাবাহিকের। প্রাপ্ত নম্বর ৬.৪। উল্লেখ্য, চলতি সপ্তাহে টপ ফাইভে জায়গা পেল না জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি।
আরও পড়ুন 'রাণী ভবানি'-র জয়জয়কার, টিআরপি-তে জোড়া সাফল্য কোন মেগার? দেখুন তালিকা
প্রথম পাঁচের চতুর্থ আর পঞ্চমে কোন দুই মেগা? ৬.৩ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকার চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন অভিনেতা ঋষভ। গল্পে নতুন মোড় এনজয় করবে জগদ্ধাত্রীর দর্শক। আর পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। এই মেগার মোট প্রাপ্ত নম্বর ৬.০।
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল! সম্প্রচারের পরই 'রাণী ভবানী'-র জয়, বেঙ্গল টপার কে?