Bengali Serial TRP: TRP-তে বড় বদল, 'পরশুরাম' ক্লিন বোল্ড, বেঙ্গল টপার সকলের প্রিয় ধারাবাহিক..

ধারাবাহিকের মধ্যে বদল ঘটেছে টিআরপি-তে। শেষ কিছু সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক হিসেবে জায়গা করে নিচ্ছিল যেটি এই সপ্তাহে আবারও সেই স্থানে ফিরে এসেছে পুরনো একটি সিরিয়াল।

ধারাবাহিকের মধ্যে বদল ঘটেছে টিআরপি-তে। শেষ কিছু সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক হিসেবে জায়গা করে নিচ্ছিল যেটি এই সপ্তাহে আবারও সেই স্থানে ফিরে এসেছে পুরনো একটি সিরিয়াল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
trp

জেনে নিন এবারের টিআরপি...

Bengali Serial TRP: বাংলা সিরিয়াল মানেই নানা ধরণের গল্প এবং তাঁর সঙ্গে সঙ্গে এমন কিছু এপিসোড যা মানুষের মিনে দাগ কেটে যায়। তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে বেশ কিছু বদল। পছন্দের ধারাবাহিকের মধ্যে বদল ঘটেছে টিআরপি-তে। শেষ কিছু সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক হিসেবে জায়গা করে নিচ্ছিল যেটি এই সপ্তাহে আবারও সেই স্থানে ফিরে এসেছে পুরনো একটি সিরিয়াল।

Advertisment

দীর্ঘদিন ধরে বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছিল জি বাংলার ধারাবাহিক পরীণিতা। রায়ান আর পারুলের ঝগড়া বেশি মন কেড়েছিল দর্শকের। এই ধারাবাহিক আবারও ফিরেছে টপ স্থানে। এই সপ্তাহের বেঙ্গল টপার এই ধারাবাহিক। রেটিং ৬.৯। আগের সপ্তাহের থেকে অনেকটাই বদল ঘটেছে এবার। শেষ কিছু সপ্তাহের বেঙ্গল টপার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে। দ্বিতীয়স্থানে রয়েছে রাঙ্গামতি তিরন্দাজ। 

Devi Chaudhurani Mandir: মুখ্যমন্ত্রীর উদ্যোগে নব রূপে দেবী চৌধুরানী মন্দির, উচ্ছ্বসিত শ্রাবন্তি-প্রসেনজিতরা

Advertisment

এই ধারাবাহিক দীর্ঘদিন ধরেই টিআরপি-তে প্রথম ৫-এ জায়গা করে নিয়েছে। এর প্রাপ্ত রেটিং ৬.৬। তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। ৭ রেটিং থেকে এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৫। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে দুটি ধারাবাহিক। দুই চ্যানেলের দুই ধারাবাহিক একসঙ্গে এই স্থানে রয়েছে। স্টারের রাণী ভবানী এবং জি-র জগদ্ধাত্রী দুটোই রয়েছে ৪র্থ স্থানে। রেটিং - ৬.৪। যদিও, খেয়াল করলে দেখা যাবে টিআরপি-তে বেশি জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক-গুলোই। পঞ্চম স্থানে রয়েছে ফুলকি। রেটিং ৬.১। 

ষষ্ঠ স্থানে রয়েছে নতুন শুরু হওয়া প্রতীক সেনের আমাদের দাদামণি। অল্প দিনে এই ধারাবাহিক-ও জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায়। রেটিং, ৫.৯। সপ্তম স্থানে রয়েছে, স্টারের বেশ বিতর্কিত ধারাবাহিক চিরসখা। এই ধারাবাহিকে প্লুটোকে ঘিরে টিআরপি বেশ উঁচু জায়গায় পৌঁছায়। এই সপ্তাহের রেটিং ৫.৮। এছাড়াও এই তালিকায় রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশের মতো ধারাবাহিক। 

TRP Bengali serial TRP