Bengali Serial TRP: ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক, খেতাব হারাল চিরদিনই তুমি যে আমার?

সপ্তাহের বাংলা ধারাবাহিক TRP র‍্যাঙ্কিং চেক করুন! এই সপ্তাহে ৬.৯ রেটিং নিয়ে শীর্ষে কে, তারপরে চিরদিনই তুমি যে আমার, ফুলকি এবং অন্যান্য জনপ্রিয় ধারাবাহিক। আপনার প্রিয় বাংলা ধারাবাহিকের রেটিং আপডেট পান এখানে।

সপ্তাহের বাংলা ধারাবাহিক TRP র‍্যাঙ্কিং চেক করুন! এই সপ্তাহে ৬.৯ রেটিং নিয়ে শীর্ষে কে, তারপরে চিরদিনই তুমি যে আমার, ফুলকি এবং অন্যান্য জনপ্রিয় ধারাবাহিক। আপনার প্রিয় বাংলা ধারাবাহিকের রেটিং আপডেট পান এখানে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
TRP of bengali serial

কারা করল বাজিমাত? Photograph: (Instagram)

Bengali Serial TRP: আবারও ঘুরেছে খেলা। বাংলা ধারাবাহিকে প্রতি সপ্তাহেই বেঙ্গল টপারের জায়গা ছিনিয়ে নিচ্ছে ভিন্ন ভিন্ন ধারাবাহিক। গত সপ্তাহে চমকপ্রদ ফল করে টিআরপি-র মাথায় ছিল চিরদিনই তুমি যে আমার। তবে, এই সপ্তাহে আবারও আগের ঘটনা। সেই বেঙ্গল টপারের খেতাব গিয়ে পৌঁছল পরিণীতার কাছে। 

Advertisment

এই ধারাবাহিক এখন অন্যদিকেই মোড় নিয়েছে। তাঁর একটা কারণ অবশ্যই টগর-মল্লারের খুনসুটি। এই ধারাবাহিক পরশুরাম- আজকের নায়ককে টেক্কা দিয়েছে। পরিণীতার প্রাপ্ত রেটিং, ৬.৯। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে, গত সপ্তাহের বেঙ্গল টপার চিরদিনই তুমি যে আমার। অপর্ণা ও তাঁর স্যারের রোমান্স দর্শককে কিন্তু, বেশ টানছে টিভির সামনে হাজির হতে। তাঁদের প্রাপ্ত রেটিং ৬৬। তৃতীয় স্থানে রয়েছে এমন একটি ধারাবাহিক,  দীর্ঘদিন ধরেই চলে আসছে। ফুলকি রয়েছে এই স্থানে, প্রাপ্ত রেটিং ৬৫। 

১৫ বছর বয়সে জাতীয় পুরস্কার, এই কিংবদন্তির অকাল প্রয়াণ বড় ক্ষতি ভারতীয় সিনেমায়, যা হয়েছিল...

Advertisment

চতুর্থ স্থানে রয়েছে কোন ধারাবাহিক? দুই ধারাবাহিক একসঙ্গে রয়েছে। জগদ্ধাত্রী এবং পরশুরাম আজকের নায়ক। এই দুইয়ের প্রাপ্ত রেটিং ৬৩। যদিও বা পরশুরাম অনেকটাই পিছিয়েছে। কিন্তু এই দুই ধারাবাহিকের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাঙ্গামতি তিরন্দাজ। তাঁর রেটিং ৬১। পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামনি, রেটিং ৬০।  ষষ্ঠ স্থানে রয়েছে একসময় যেই ধারাবাহিকে দুই নম্বরে জায়গা করে নিয়েছিল। রাজ রাজেশ্বরি রানী ভবানী। তাঁর প্রাপ্ত রেটিং ৫৯। এরপর? আরও একটি ধারাবাহিক যেটি দুর্বার গতিতে এগিয়ে চলেছে, সেটি হল জোয়ার ভাঁটা। ষষ্ঠ স্থানে রয়েছে এই ধারাবাহিক-ই। প্রাপ্ত রেটিং ৫৬। 

এছাড়াও প্রথম দশে জায়গা করে নিয়েছে,  চিরসখা থেকে তুই আমার হিরো, কুসুম আরও অনেকেই। 

Entertainment News Bengali serial TRP