Bengali Bollywood Singer: বাঙালি হয়ে বাংলায় অবহেলার শিকার? চরম হতাশার কথা প্রকাশ্যে আনলেন বলিউড কাঁপানো গায়িকা...

উত্তরবঙ্গের মেয়ে মধুবন্তির নিজের রাজ্যর তরফে এহেন, আচরণ পেয়ে একসময় খুব মন খারাপ করতেন। কিন্তু, পরপর বেশ কয়েকটি গান এত জনপ্রিয় হয়েছে, যে তাঁকে নিয়ে সারা দেশে আলোচনা।

উত্তরবঙ্গের মেয়ে মধুবন্তির নিজের রাজ্যর তরফে এহেন, আচরণ পেয়ে একসময় খুব মন খারাপ করতেন। কিন্তু, পরপর বেশ কয়েকটি গান এত জনপ্রিয় হয়েছে, যে তাঁকে নিয়ে সারা দেশে আলোচনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
madhu

যা বললেন মধুবন্তি বাগচি...

Bengali Bollywood Singer: বাঙালি আসলে কী চায়? তাঁদের চাওয়া পাওয়ার যেন শেষ নেই। আর নিজের শহরেই  অপদস্ত হতে হতে রীতিমতো ক্লান্ত তিনি। শুধু তাই নয়, বাংলার মেয়ে হয়েও বাংলার জনগণের কাছ থেকে যে এই ধরণের ব্যবহার পাবেন যেন আশাও করেননি। প্রসঙ্গে বলিপাড়ায় সাড়া ফেলানো গায়িকা  মধুবন্তি বাগচি। তাঁর বেশ কয়েকটি গান শেষ কিছু সময়ে চূড়ান্ত জনপ্রিয় হয়েছে। এবং, খেয়াল করলে দেখা যাবে, তাঁর গান সারা দেশের মানুষ গুনগুন করছেন। 

Advertisment

উত্তরবঙ্গের মেয়ে মধুবন্তির নিজের রাজ্যর তরফে এহেন, আচরণ পেয়ে একসময় খুব মন খারাপ করতেন। কিন্তু, পরপর বেশ কয়েকটি গান এত জনপ্রিয় হয়েছে, যে তাঁকে নিয়ে সারা দেশে আলোচনা। তবে, সমাজ মাধ্যমে গতকাল তাঁর সঙ্গীত জীবনের উপলব্ধি প্রসঙ্গেই তিনি জানিয়েছেন। এবং, একথা ও বললেন, তাঁর গান শুনলেই বাঙালি মন্তব্য করত যে, আর কে কে সেই গান ভাল গাইতে পারত। বাংলার বহু মানুষ এবং শিল্পী মুম্বাইয়ে গিয়ে নিজেদের দক্ষতায় জায়গা করেছেন। বাংলার বহু শিল্পী কেউ যেমন মিউজিক কম্পোজার এবং কেউ গীতিকার- দীর্ঘ অনেকবছর ধরে কাজ করছেন।

কিন্তু, গায়িকাদের মধ্যে লতা কিংবা আশার যুগ চলে যাওয়ার পর বাঙালি শ্রেয়া ঘোষাল এবং সুনিধিতে ডুবে ছিল। পরে, মধুবন্তির মতই অনেক শিল্পীরা এসেছেন, কিন্তু নিজের গানের মধ্যে দিয়ে সকলের মন জয় করে নিতে, অনেকেরই বেশ সময় লেগেছে। মধুবন্তি সমাজ মাধ্যমে লিখছেন, "একটা সময় ছিল, যখন আমার বাংলা গান প্রকাশ পেলেই মনটা ভীষণ খারাপ হয়ে যেত। শুধু মন্তব্য পড়তাম—"ওর বদলে অন্য কেউ গাইলে ভালো হত", "এর চেয়ে অমুক অনেক ভালো গায়"… ইত্যাদি। কিন্তু, এরপরই তিনি জানান এত উপেক্ষাও তাঁকে ভেঙে ফেলতে পারেনি। বরং তিনি আরও শক্ত হয়েছেন। তিনি আরও বলছেন... 

Actress Tragic Story: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু! ঝুলন্ত দেহ উদ্ধার? জানা গেল ভয়ঙ্কর সত্যি...

Advertisment

"ভাগ্যিস, সেসময় সেই অস্বীকার আমাকে ভেঙে না দিয়ে আরও দৃঢ় করেছিল। আমি নিজেকে অন্য জায়গায় প্রমাণ করার সুযোগ খুঁজে নিয়েছিলাম। কঠোর পরিশ্রম করেছি, আর ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে দেশজুড়ে শ্রোতারা আমাকে আপন করে নিয়েছেন, সম্মান দিয়েছেন। তবু আজও, যখন আমার গানের নিচে মন্তব্য দেখি—“আরও উপযুক্ত বাঙালি গায়িকা দরকার” কিংবা “নতুনদের সুযোগ দেওয়া উচিত”—তখন বুঝি, সেই পুরনো মানসিকতা এখনও যায়নি।" 

বাংলার নবীন শিল্পীদের উদ্দেশ্যে কী বলছেন তিনি? তাঁদের আদৌ আশার আলো দেখালেন নাকি আগে থেকেই সতর্ক করলেন তিনি? গায়িকা সোজাসুজি বলছেন, "তাই যদি আপনি বাংলার একজন নবীন শিল্পী হন, আর যদি আপনিও একই রকম অবমূল্যায়নের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে বলব—নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সঠিক লড়াইটা লড়ছেন? নিজেকে সঠিক জায়গায় প্রমাণ করছেন তো? কারণ বাস্তব হল, আপনি হয়তো ভাবতেও পারেননি—আপনার যে মূল্য, তার চেয়ে অনেক বেশি কিছু আপনি পেতে পারেন।" 

Entertainment News Bengali Singer Entertainment News Today