Jeet: মোটা অঙ্কের টাকার প্রস্তাব, ইডি-র নজরে আসা তারকার ভিড়ে কীভাবে দূরে রইলেন জিৎ?

জিৎ কাজের বাইরে মানুষটা একেবারেই ব্যক্তিগত পরিসর আড়ালে রাখতে পছন্দ করেন। এবং তিনি কাউকে হ্যাঁটা করেও কিছু বলেন না, এমনকি সব অনুষ্ঠানে তাঁকে দেখাও যায় না।

জিৎ কাজের বাইরে মানুষটা একেবারেই ব্যক্তিগত পরিসর আড়ালে রাখতে পছন্দ করেন। এবং তিনি কাউকে হ্যাঁটা করেও কিছু বলেন না, এমনকি সব অনুষ্ঠানে তাঁকে দেখাও যায় না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeet khakee The Bengal Chapter superstar Reacts on personal ego

Jeet : কীভাবে জিৎ নিজেকে এসব থেকে দূরে রাখলেন... Photograph: (Instagram)

সহজে তাঁকে সাক্ষাৎকারে পাওয়া যায় না। নিজের ছবি ছাড়া সাতে পাঁচে তিনি থাকেন না। কিন্তু তিনি সম্প্রতি রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে গিয়ে জিৎ নানা ধরণের কথা বলেছেন। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, নানা বিষয়ে মুখ খুলেছেন তিনি। এমনকি চাওয়া পাওয়া নিয়েও বক্তব্য রাখতে দেখা গেল তাঁকে। 

Advertisment

জিৎ কাজের বাইরে মানুষটা একেবারেই ব্যক্তিগত পরিসর আড়ালে রাখতে পছন্দ করেন। এবং তিনি কাউকে হ্যাঁটা করেও কিছু বলেন না, এমনকি সব অনুষ্ঠানে তাঁকে দেখাও যায় না। তবে শেষ কিছু সময়ে বাংলার বুকে ঠিক কী কী হচ্ছে সেসব খবর রাখেন তিনি। ভারতের অনেক তারকাই ইডি-র তরফে ডাক পেয়েছিলেন। প্রসঙ্গে বেটিং অ্যাপ। 

কিছুদিন আগেও দিল্লিতে ইডি দপ্তরে দেশের অনেক তারকার সঙ্গে সঙ্গে বাংলার দুই তারকা অর্থাৎ মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকেও যেতে হয়েছিল। নানা সময় বেটিং অ্যাপ কাণ্ডে তারকাদের নাম জড়ায়। জিৎ কি তবে জেনে বুঝেই, নিজেকে এসবের থেকে দূরে রেখেছেন অভিনেতার কাছে প্রশ্ন করা হল তাঁর কি মানসিক অবসাদ হয়েছে কখনও? 

Advertisment

Yash Rohan-Bangladesh: যশ রোহনের ধর্মীয় পরিচয় ঘিরে তোলপাড় বাংলাদেশ, যা বললেন আরশ খান

অভিনেতা বলেন, "ভাল খারাপের মধ্যে দিয়ে তো সবাই গিয়েছে। মনের মতো না হলেই মানসিক অবসাদ হবে। যখন এক্সপেক্টেশনের সঙ্গে বাস্তব না মিললেই এটা হয়। কিছুদিন আগেই আমার কাছে বেটিং অ্যাপ নিয়ে একটা প্রস্তাব এসেছিল। খুব ভাল টাকা অফার করছিল। ৩-৪ মাস ধরে ওরা আমার পেছনে পড়েছে। কিন্তু আমি করিনি। ক্যাল্কুলেট করছিলাম যে কত টাকা বানিয়ে নিল যারা করেছে। কিন্তু.." 

এরপরই জিৎ বললেন, "নিজের সিদ্ধান্তে যে অটল থাকেন সেটাই তাঁর কাছে আসল। তাঁর কথায়, কিছুদিন আগে শুনলাম সারা দেশজুড়ে এই একই কেসে সকলের কাছে ফোন এসেছে ইডি-র। তখন আমি ভাবলাম যাক! কিছু কিছু বিষয় যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখেন, তখন মনে হয় ভালর জন্যই। এই কাজটা কেন হল না, তাঁর নেপথ্যের লজিক-ও আপনি বুঝতে পারেন।"   

ED jeet