Yash Rohan-Bangladesh: যশ রোহনের ধর্মীয় পরিচয় ঘিরে তোলপাড় বাংলাদেশ, যা বললেন আরশ খান

Yash Rohan-Bangladesh: যশ রোহণের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাঁর মধ্যে আরশ খান অন্যতম। তিনি একজিন শিল্পীর পাশে দাঁড়িয়েই জানিয়েছেন যশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন।

Yash Rohan-Bangladesh: যশ রোহণের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাঁর মধ্যে আরশ খান অন্যতম। তিনি একজিন শিল্পীর পাশে দাঁড়িয়েই জানিয়েছেন যশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yash

যা যা বললেন যশ...

Yash Rohan-Bangladesh: বিজয়ার রেশ কাটতে না কাটতেই শুরু একজন অভিনেতা বা পাবলিক ফিগারকে কি প্রকাশ্যে নিজের পরিচয় বা ধর্মীয় ভাবাবেগ নিয়ে কথা বলতে নেই? নাকি একজন শিল্পী সে যদি বলে বসেন, হ্যাঁ আমি হিন্দু - তাহলেই সমস্যা? বাংলাদেশের চকলেট বয় যশ রোহণকে নিয়ে বিতর্ক তুঙ্গে। তাঁকে যেভাবে কাটাছেড়া করা হচ্ছে..  

Advertisment

তার হাসির ভক্ত সকলেই। যশ অল্পদিনের মধ্যেই নিজের নাম জনপ্রিয় করে তোলেন দর্শক-মহলে। একাধিক নাটকে তিনি মন জয় করেছেন। কিন্তু তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলতেই তিনি সেদেশের মানুষের রোষানলে? গতকাল বিজয়া উপলক্ষে একটি ছবি আপলোড করেন তিনি। পরনে সাদা রঙের কুর্তা, কপালে সিঁদুরের তিলক। মা দুর্গার সামনে দাঁড়িয়েই তিনি জানালেন শুভেচ্ছা। তারপর থেকেই নানা আলোচনা এবং সমালোচনা।  

তিনি হিন্দু - এই বিষয়টা অনেকেই জানতেন না। কিন্তু কর্মের সঙ্গে ধর্মের পরিচয় কী? শিল্পীর সঙ্গে কিংবা শিল্পসত্বার সঙ্গে ধর্মের সম্পর্ক কী? এমনটাই জানতে চেয়েছেন সেদেশের অনেক মানুষ। যশ রোহণের নাটক আর দেখবেন না? ইসলাম ধর্মাবলম্বীদের কেউ কেউ এমনই বললেন তিনি হিন্দু জানতে পেরেই আর তাঁর নাটক দেখবেন না। যশ যদিও তাঁদের জবাব দিয়েছেন, দেখুন যা ভাল লাগে আপনাদের। আবার সেদেশের অনেক মানুষ এহেন মানসিকতাকে ধিক্কার জানিয়েছেন। কেউ বলছেন, "এই দেশের জীবনে উন্নতি সম্ভব না।" আবার কেউ বলছেন, "ধর্ম দেখে তোমার নাটক দেখিনা। আমার তোমাকে ভালো লাগে তাই।" সেদেশের অনেকেই যারা ইসলামের অনুসারী তাঁরা যশকে সমর্থন করেছেন। বেশিরভাগ বলেছেন, "শিল্পীর ধর্ম হয় না।" 

Advertisment

Vishal Brahma: নায়কের কেরিয়ারে কলঙ্ক, কোটি কোটি টাকার মাদক উদ্ধার, পুলিশের জালে অভিনেতা

এদিকে, যশ রোহণের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাঁর মধ্যে আরশ খান অন্যতম। তিনি একজিন শিল্পীর পাশে দাঁড়িয়েই জানিয়েছেন যশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। আরশ খানের কথায়, "যশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয় , ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা  রিপ্রেজেন্ট করেনা বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এদেশের মানুষকে , বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করেন।" 

Entertainment News Today Bangladesh