Advertisment

'বটল ক্যাপ চ্যালেঞ্জ' নিলেন বাংলার অভিনেতারা

Bengali Television, Bengali Actor, Bottle Cap Challenge: বটল ক্যাপ চ্যালেঞ্জের সূত্রপাত হয় ২৫ জুন। সম্প্রতি এই চ্য়ালেঞ্জ গ্রহণ করেছেন রাজ ভট্টাচার্য ও শন বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bottle Cap Challenge taken by Bengali actors

শন বন্দ্যোপাধ্যায় ও রাজ ভট্টাচার্য। ছবি: অভিনেতাদের ফেসবুক পেজ থেকে

Bengali Television, Bengali Actor: সারা পৃথিবী যখন মত্ত 'বটল ক্যাপ চ্যালেঞ্জ' নিয়ে, বাংলাই বা পিছিয়ে থাকবে কেন। বাংলার অভিনেতারাও চ্যালেঞ্জ গ্রহণ করছেন সোশাল মিডিয়ায়। বলিউডের অ্যাকশন হিরো অক্ষয়কুমার কিছুদিন আগেই চ্যালেঞ্জ নিয়েছেন টুইটারে। সারা পৃথিবী জুড়ে বিখ্যাত-অখ্যাত সবাই এই চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন এবং সফলও হয়েছেন।

Advertisment

অতি সম্প্রতি এই চ্যালেঞ্জ নিয়েছেন শন বন্দ্যোপাধ্যায় ও রাজ ভট্টাচার্য। শন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মাস দুয়েক আগে শেষ হওয়া, স্টার জলসা-র ধারাবাহিক 'আমি সিরাজের বেগম'-এর নায়ক একজন ফিটনেস ফ্রিক। বাংলা টেলিজগতের একেবারে নতুন প্রজন্মের নায়ক। ডেবিউতেই মন জয় করেছেন মহিলা দর্শকের এবং ধারাবাহিক শেষ হয়ে যেতে তাঁকে যে কতটা মিস করছেন, সেটা বোঝা যায় তাঁর ফেসবুক পেজ অনুসরণ করলেই।

আরও পড়ুন: টেলিপর্দায় এল রাতের নতুন ক্রাইম সিরিজ

অন্যদিকে রয়েছেন রাজ ভট্টাচার্য, বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনেতা। খল-নায়কের চরিত্রে তাঁর বিশেষ খ্যাতি। সেরা খলনায়কের পুরস্কারও পেয়েছেন তিনি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আকাশ ৮-এর ৬ মাসের সিরিজ 'এক যে ছিল খোকা'-তে। অত্যন্ত সুপরিচিত এই অভিনেতাও নিলেন চ্যালেঞ্জ।

'বটল ক্যাপ চ্যালেঞ্জ'-এর সূত্রপাত হয় ২৫ জুন। তায়কোন্ডো প্রশিক্ষক ফরাবি ড্যাবলেটচিন প্রথম এই চ্যালেঞ্জটি শুরু করেন সোশাল মিডিয়ায়। এর পরেই আর এক মার্শাল আর্টিস্ট, ম্যাক্স হলোওয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করে সেখানে ট্যাগ করেন জন মেয়েরকে। এর পরে হলিউডের তারকাদের মধ্যে ছড়িয়ে পড়ে এই চ্যালেঞ্জ-- শন মেন্ডেস, জেসন স্ট্যাথাম, গাই রিচি। ক্রমশ লম্বা হতে থাকে তালিকা।

আরও পড়ুন: তন্ত্রসাধক রামপ্রসাদ ও ভৈরবী সর্বাণীর গল্প এবার টেলিপর্দায়

এর পরেই এই চ্যালেঞ্জ এসে পড়ে বলিউডে। অ্যাকশন মাস্টাররা একের পর এক চ্যালেঞ্জ নিতে থাকেন। সলমন খান, অক্ষয়কুমারকে দেখে শত শত নেটিজেন যেমন অনুপ্রাণিত হয়েছেন, বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক অভিনেতা-অভিনেত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন চ্যালেঞ্জ। শন বন্দ্যোপাধ্যায় ও রাজ ভট্টাচার্য যে অত্যন্ত সফল এই চ্যালেঞ্জে তা ভিডিও দেখেই বোঝা যায়।

Bengali Actor Bengali Television TV Actor
Advertisment