scorecardresearch

স্বামী সুবানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ‘কৃষ্ণকলি’ তিয়াসার! কী বলছেন অভিনেত্রী?

বহুদিন ধরেই টেলিভিশনের এই তারকাদম্পতির বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে।

Tiyasha Roy, তিয়াসা রায়
সুবান-তিয়াসা

ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা রায়! স্বামী তথা অভিনেতা সুবান রায়ের সঙ্গে তাঁর দাম্পত্যকলহ তুঙ্গে…. এহেন অজস্র কথা কান পাতলেই শোনা যায় টেলিপাড়ায়। দিন কয়েক আগেই আবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে নাম জড়িয়েছিল তিয়াসার। সেই সময়ও অভিনেত্রীকে কম কটাক্ষ শুনতে হয়নি। এবার বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন টেলিভিশনের জনপ্রিয় নায়িকা।

বিবাহ বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে তিয়াসা রায়ের মন্তব্য, অনেক দিন থেকেই তাঁকে এবং সুবানকে ঘিরে এরকম বহু গল্প শোনা যাচ্ছে। তবে বাস্তবে এরকম কিছু ঘটেনি। সত্যিই যদি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতেন, তাহলে সংবাদমাধ্যমকে নিশ্চয় জানাতেন।

[আরও পড়ুন: ‘হিন্দু নাম নিয়ে ইন্ডাস্ট্রিতে টাকা কামিয়েছেন’, দিলীপ কুমারকে নিয়ে বিতর্কিত টুইট বিজেপি নেতার]

প্রসঙ্গত, টলিউডে এই সময়ে বিচ্ছেদের মরসুম। আর সেই প্রসঙ্গেই ফের একবার নেটজনতাদের আলোচ্য বস্তু হিসেবে উঠে আসে তিয়াসা-সুবানের বিচ্ছেদের কথা। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী। উপরন্তু তাঁদের সোশ্যাল মিডিয়াতে উঁকি মারলেও বোঝা যায় যে, বিচ্ছেদের কোনওরকম আভাস নেই। বরং, হাসিমুখে তারকাদম্পতির একাধিক ছবি রয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bengali television actress tiyasha roy opens up about her divorce rumor