Advertisment

রানা সরকারের থেকে ২ কোটি পাওনা! বড় পদক্ষেপ সাপ্লায়ার সংগঠনের

Bengali Television, Rana Sarkar, Non-Payment Issue: টলিউডের সাপ্লায়াররা রানা সরকারের থেকে কে কত টাকা পান, তার তালিকা প্রকাশ। বকেয়া টাকা উদ্ধারে তিনটি চ্য়ানেলের হস্তক্ষেপের আবেদন টলিউডের সাপ্লায়ার সংগঠনের। 

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali Television Bengali Serial payment controversy Rana Sarkar Suppliers

বাঁদিকে রানা সরকার (ছবি: টুইটার থেকে) ও ডানদিকে টলিউডের সাপ্লায়ার সংগঠনের সদস্য়রা (ছবি সৌজন্য়: অ্য়াডভার্ব)

Bengali Television, Rana Sarkar, Non-Payment Issue: শিল্পী ও টেকনিসিয়ানদের বকেয়া টাকার সমস্য়া মিটলেও কী হবে টলিপাড়ার সেই সব সাপ্লায়ারদের যাঁরা রানা সরকারের থেকে লক্ষ লক্ষ টাকা পান? এই সাপ্লায়ারদের মধ্য়ে যেমন রয়েছেন শুটিং ইকুইপমেন্ট সাপ্লায়ার, তেমনই রয়েছেন পোশাক ও প্রপস সাপ্লায়াররা। সব মিলিয়ে তাঁদের পাওনা টাকার পরিমাণ ২ কোটি ছাড়িয়েছে। এবার বকেয়া টাকা পেতে সংশ্লিষ্ট তিনটি চ্য়ানেলের মধ্যস্থতার দাবি জানাল টলিপাড়ার সাপ্লায়ার সংগঠন, 'সিনে ভিডিও অ্য়ান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন'। ১ জুলাই সংগঠনের পক্ষ থেকে ডাকা একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়, বকেয়া পেমেন্টের সমস্য়া মেটাতে অবিলম্বে তিনটি চ্য়ানেলের সংশ্লিষ্ট অধিকর্তাদের হস্তক্ষেপ প্রয়োজন।

Advertisment

প্রযোজক রানা সরকার বিগত প্রায় চার মাস ধরে টেলিপাড়ার শিল্পী, টেকনিসিয়ান ও সাপ্লায়ারদের ধরাছোঁয়ার বাইরে। প্রাপ্য পারিশ্রমিক উদ্ধারে অনেক লড়াই করে শেষমেশ আর্টিস্টস ফোরামের উদ্যোগে ও মধ্যস্থতায় টাকা পেয়েছেন শিল্পীরা। টেকনিসিয়ানদের পেমেন্টের বিষয়টিও আর কয়েকদিনের মধ্য়ে মিটে যাওয়ার কথা, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত ২৩ জুন টেকনিসিয়ানদের ফেডারেশনের এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে। কিন্তু এখনও এমন অনেক পেশাদারেরা রয়েছেন যাঁরা শিল্পী বা টেকনিসিয়ান কোনওটাই নন, অথচ তাঁদের বিপুল টাকা পাওনা রয়েছে প্রযোজক রানা সরকারের থেকে।

আরও পড়ুন: তিন মাসের লড়াই শেষ! শিল্পীদের মুখে হাসি, অপেক্ষায় টেকনিসিয়ানরা

এঁদের মধ্য়ে যেমন রয়েছেন সাপ্লায়াররা, তেমনই রয়েছেন ডিজাইনার, সঙ্গীত পরিচালক, কোরিওগ্রাফার থেকে দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র বিভিন্ন সিরিয়ালের প্রাক্তন এগজিকিউটিভ প্রোডিউসার ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র অফিসের বেশ কয়েকজন কর্মচারী। এই তালিকার একটি বিরাট অংশ কোনও গিল্ড, ফেডারেশন বা অ্য়াসোসিয়েশনের অন্তর্ভুক্ত না হওয়ায়, টাকা আদায় করতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা।

এরই মধ্যে টলিপাড়ার সাপ্লায়ারদের ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন প্রকাশ করল একটি তালিকা, যেখানে দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র কাছে বকেয়া রয়েছে এমন সমস্ত সাপ্লায়ারদের নাম ও প্রাপ্য় টাকার অঙ্ক রয়েছে। সব সাপ্লায়ার মিলিয়ে মোট পাওনার পরিমাণ ২,১১,৯৫,৬৬৭। এর মধ্যে রিসিপ্ট কপি-সহ ইনভয়েস রয়েছে, এমন পাওনার পরিমাণ ১৩৫৩০৭৮২। স্টার জলসা, জি বাংলা ও কালারস বাংলা, এই তিনটি চ্য়ানেলের কাছে এই সংগঠনের দাবি, সংশ্লিষ্ট চ্য়ানেলগুলি যেন শিল্পী বা টেকনিসিয়ানদের মতোই সাপ্লায়ারদের পেমেন্টের জন্য় প্রয়োজনীয় এনওসি নিয়ে তাঁদের টাকা উদ্ধারে সহায়তা করেন।

আরও পড়ুন: বাড়ছে পাওনাদারদের তালিকা, কোটি টাকার খুচরো পাওনা! ‘খুশি’ রানা সরকার

সাপ্লায়ার সংগঠনের বক্তব্য়, যেহেতু সব সিরিয়ালের রাইটস রয়েছে সংশ্লিষ্ট চ্য়ানেলগুলির কাছেই, তাই কোনও প্রযোজন যদি পেমেন্ট অনির্দিষ্টকাল ফেলে রেখে অন্তর্ধানে চলে গিয়ে থাকেন, তবে সেই প্রযোজকের থেকে বকেয়া উদ্ধারের বিষয়ে সাপ্লায়ারদের পাশে দাঁড়ানো উচিত সংশ্লিষ্ট চ্যানেলগুলিকে। এই প্রসঙ্গে একটি প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে রানা সরকার যে সৎভাবে ব্য়বসা করছেন না, সেই বিষয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন সাপ্লায়াররা। রানা সরকার তাঁর প্রযোজনার সঙ্গে যুক্ত সবার সঙ্গে প্রতারণা করছেন, এই মর্মে তিনটি চ্য়ানেলকেই একটি বার্তা পাঠানো হয় বিগত মার্চ মাসের গোড়ায় কিন্তু সেই বার্তাকে গুরুত্ব দেওয়া হয়নি, এমনটাই লেখা রয়েছে ওই বিবৃতিতে।

আপাতত সংগঠনের দাবি, মোট পাওনা টাকার যে অংশটির ইনভয়েস রয়েছে, সেটি সংশ্লিষ্ট চ্যানেলগুলি অবিলম্বে পেমেন্ট করে দিক ও যে অংশের ইনভয়েস নেই, অর্থাৎ ৭৬,৬৪,৮৮৫ টাকা, তার জন্য় একটি মিটিং ঠিক করা হোক রানা সরকারের সঙ্গে, সংশ্লিষ্ট চ্য়ানেলগুলির মধ্যস্থতায়। অথবা উপযুক্ত প্রমাণ দেখে চ্য়ানেল নিজেই সব টাকা সরাসরি পেমেন্ট করে দিক, এমনটাই দাবি করছেন সাপ্লায়ারদের ওয়েলফেয়ার সংগঠন।

এই প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি নিট পাল সংবাদমাধ্য়মকে জানান, যদি রানা সরকারের মতো প্রযোজকেরা এইভাবে সাপ্লায়ারদের প্রাপ্য টাকা অনির্দিষ্টকাল ফেলে রাখেন, তবে টলি ও টেলিপাড়ার শুটিংয়ে সাপ্লাই বন্ধ করে দিতে বাধ্য় হবেন সাপ্লায়াররা।

Bengali Serial Bengali Television
Advertisment