Advertisment
Presenting Partner
Desktop GIF

'সাপ্লায়ার ছাড়া ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে', বকেয়া টাকা নিয়ে সরব কৌশিক, অনুরাধা, দেবদূত

Bengali Television, Rana Sarkar, Supplier Payment: শিল্পী ও টেকনিসিয়ানদের পাশাপাশি সাপ্লায়ারদের পাওনা টাকাও যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়া উচিত, মন্তব্য় শিল্পীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
'সাপ্লায়ার ছাড়া ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে', বকেয়া টাকা নিয়ে সরব কৌশিক, অনুরাধা, দেবদূত

বাঁদিক থেকে কৌশিক সেন, অনুরাধা রায় ও দেবদূত ঘোষের ছবি ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Bengali Television, Rana Sarkar, Supplier Payment: একদিকে যখন টলি ও টেলিপাড়ার সাপ্লায়ারদের ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন বকেয়া টাকা উদ্ধারে কড়া পদক্ষেপের কথা ভাবছে, অন্যদিকে তখনই সাপ্লায়ারদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন, দেবদূত ঘোষ, রেশমি সেন ও অনুরাধা রায়। রানা সরকারের টাকা বকেয়া রাখার বিষয়টি একেবারেই সমর্থন করেন না এই অভিনেতা-অভিনেত্রীরা। প্রত্য়েকেই সংবাদমাধ্যমের মাধ্য়মে রানা সরকারকে অনুরোধ জানালেন যাতে তিনি এবার সাপ্লায়ারদের পাওনা টাকা দিয়ে দেন।

Advertisment

গত মার্চ মাস থেকেই টেলিপাড়া সরগরম প্রযোজক রানা সরকারের বকেয়া টাকার বিষয়টি নিয়ে। 'মহাপ্রভু শ্রীচৈতন্য়', 'প্রথম প্রতিশ্রুতি', 'জয় বাবা লোকনাথ', 'খনার বচন' ও 'আমি সিরাজের বেগম'-- এই পাঁচটি ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিল রানা সরকারের কোম্পানি দাগ ক্রিয়েটিভ মিডিয়া। ওই পাঁচটি ইউনিটেই বকেয়া টাকা নিয়ে অসন্তোষ শুরু হয় এ বছরের গোড়া থেকে। মার্চ মাসের মাঝামাঝি সময় রানা সরকার নিরুদ্দেশ হয়ে যান ও তাঁর কোম্পানির অফিসে তালা পড়ে যায়।

আরও পড়ুন: রানা সরকারের থেকে ২ কোটি পাওনা! বড় পদক্ষেপ সাপ্লায়ার সংগঠনের

এর পরে প্রায় আড়াই মাস লড়াই করে, আর্টিস্টস ফোরামের উদ্যোগ ও মধ্যস্থতায় শিল্পীরা টাকা পেয়েছেন। টেকনিসিয়ানদের সমস্ত বকেয়াও মিটে যেতে চলেছে তাড়াতাড়ি কিন্তু এখনও বহু খুচরো পাওনাদার ও সাপ্লায়ারদের প্রাপ্য় টাকা পেমেন্ট করা বাকি রয়েছে। ১ জুলাই একটি সাংবাদিক বৈঠক ডেকে সাপ্লায়ারদের সংগঠন, 'সিনে ভিডিও অ্য়ান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' জানায় যে তাদের দাবি, এবার টাকা উদ্ধারে হস্তক্ষেপ করুক সংশ্লিষ্ট তিনটি চ্য়ানেল কারণ ধারাবাহিকের কপিরাইট আদতে চ্য়ানেলের।

এদিকে রানা সরকারের এই বকেয়া টাকার ইস্যুতে সরব হলেন বাংলার চার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। কৌশিক সেন এই প্রসঙ্গে বলেন, ''দীর্ঘ দিন পরে রানা সরকার আর্টিস্ট ও টেকনিশিয়ানদের পাওনা দিতে শুরু করেছেন। আমি বলব, সাপ্লায়ার দের পাওনাটাও প্রমাণ নিয়ে উনি পেমেন্ট করে দিন।'' কৌশিক সেনের স্ত্রী ও অভিনেত্রী রেশমি সেনও একই কথা জানান।

আরও পড়ুন: তিন মাসের লড়াই শেষ! শিল্পীদের মুখে হাসি, অপেক্ষায় টেকনিসিয়ানরা

বাংলার বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায় বলেন, ''রানা সরকার সবার ডিউ পেমেন্ট করছেন শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু সাপ্লায়ারদের টাকা এখনও দিচ্ছেন না শুনে খারাপ লাগল। সাপ্লায়ার ছাড়া ওনার শুটিং কী করে হলো? উনি সাপ্লায়ারদের পেমেন্টটা করে দিলে খুশি হব।'' আর্টিস্টস ফোরামের প্রথম সারির সদস্য দেবদূত ঘোষ এই প্রসঙ্গে জানান যে টেকনিসিয়ান ও সাপ্লায়ারদের ছাড়া ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। রানা সরকার যখন দীর্ঘ সময় পরে পেমেন্ট করছেন তখন সাপ্লায়ারদের টাকাও ওঁর ফেরত দেওয়া উচিত।

Bengali Serial Bengali Television
Advertisment