Bengali Television, TRP, Krishnakoli: বাংলা ধারাবাহিক 'কৃষ্ণকলি' একটি নতুন মাইলস্টোন পেরলো। এই সপ্তাহেও ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে রয়েছে 'কৃষ্ণকলি' (১১.৮)। এই নিয়ে টানা ২৫ সপ্তাহ এই তালিকার সর্বোচ্চ স্থানটি দখল করে রেখেছে এই ধারাবাহিক। তবে এই সপ্তাহের সেরা দশ তালিকায় বেশ কিছু রদবদল ঘটেছে। সবচেয়ে বড় ঘটনা এটাই যে দ্বিতীয় স্থান থেকে সরে যেতে হয়েছে 'ত্রিনয়নী'-কে এবং ওই স্থানটি যুগ্মভাবে দখল করে নিয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৭.৬) ও 'বকুলকথা' (৭.৬)।
এই সপ্তাহে 'ত্রিনয়নী' (৭.২) নেমে গিয়েছে চতুর্থ স্থানে ও তৃতীয় স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৭.৪)। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৬.২)। নীচে রইল এই সপ্তাহের সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং---
ষষ্ঠ-- 'কে আপন কে পর'-- ৬.০
সপ্তম-- 'নেতাজি'-- ৫.৯
অষ্টম-- 'ফাগুন বউ'-- ৫.৬
নবম-- 'দেবী চৌধুরাণী'-- ৫.৫
দশম-- 'রানু পেল লটারি'-- ৫.২
আরও পড়ুন: মিউজিক্যাল গল্পের পর ফের ছোটপর্দায় প্রসেনজিৎ
এই সপ্তাহে দুটি চ্যানেলের জিআরপি-ও বেড়েছে সামান্য। স্টার জলসা-র জিআরপি হয়েছে ৪৪০ ও জি বাংলা-র জিআরপি দাঁড়িয়েছে ৬৮৪। এই সপ্তাহের রেটিংয়ে সামগ্রিকভাবে রাতের স্লটের ভিউয়ারশিপ কমেছে। এর কারণ অবশ্যই বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচার। গত সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং বেশিরভাগ দর্শকই খেলা দেখতে ব্যস্ত ছিলেন সম্ভবত।
সত্যিই এটাই কারণ কি না তা অবশ্য আগামী কয়েক সপ্তাহের রেটিং দেখলে বোঝা যাবে। তবে নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলি সেভাবে রেটিংতালিকায় উঠে আসতে পারছে না। এই সপ্তাহের স্টার জলসা-র সেরা পাঁচে রদবদল খুব একটা কিছু নেই। তবে বাদ পড়েছে 'বিজয়িনী'।
আরও পড়ুন: মধুমিতা, রণজয়, সোহিনী আসছেন নতুন থ্রিলার সিরিজে, চলছে শুটিং
স্টার জলসা সেরা পাঁচ--
প্রথম-- 'কে আপন কে পর' (৬.০)
দ্বিতীয়-- 'ফাগুন বউ' (৫.৬)
তৃতীয়-- 'দেবী চৌধুরাণী' (৫.৫)
চতুর্থ-- 'কলের বউ' (৪.৪)
পঞ্চম-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.০)